লোকসভা নির্বাচনের গেড়োয় পিছিয়েছিল প্রভাস-দীপিকার কল্কি ২৮৯৮-র মুক্তি। অবশেষে প্রেক্ষাগৃহে আসতে চলছে চলতি বছরের সবচেয়ে চর্চিত এবং প্রতীক্ষিত ছবি। সোমবার প্রকাশ্যে এল ছবির অ্যাকশনে মোড়া ট্রেলার।
নাগ অশ্বিনের এই সাই-ফাই ছবির মারকাটারি অ্যাকশনের ঝলক দেখেই চোখ গোলগোল নেটিজেনদের। বাঙালিদের জন্য এই ছবির সবচেয়ে বড় প্রাপ্তি অন্যতম প্রধান চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়ের উপস্থিতি। কাল্কির মুখ্য ভিলেনের চরিত্রে রয়েছেন টলিউডের প্রিয় অপুদা।
কী আছে ট্রেলারে?
ট্রেলারের শুরুতেই দেখা মেলে কাশীর। যা পৃথিবীর প্রথম এবং শেষ শহর হিসাবে বর্ণিত। দুষ্ট শাসক শাশ্বত চট্টোপাধ্যায় শহর জুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাঁর নাগপাশ থেকে জনতা উদ্ধারের জন্য ঈশ্বরের পৃথিবীতে আসা কার্যত নিশ্চিত। অশ্বত্থামারূপী অমিতাভের ভবিষ্যদ্বাণী দীপিকা ওরফে পদ্মার গর্ভেই জন্ম নেবেন ঈশ্বর।
শাশ্বত ও তাঁর দুষ্টু সেনার দল পদ্মা এবং তার গর্ভস্থ সন্তানকে যেনতেন প্রকারেণ হত্যা করতে উদ্যোগী। অন্যদিকে তাঁকে রক্ষার জিম্মায় অশ্বত্থামা। ছবিতে ভৈরবের চরিত্রে রয়েছেন প্রভাস। শাশ্বতর সামনে দাঁড়িয়ে বীরদর্পে সে ঘোষণা করে, ‘আমি ছাড়া তাঁকে কেউ তোমার সামনে আনতে পারবে না।’ কেউ তাঁকে যুদ্ধে হারাতে পারেনি স্পষ্ট জানায় ভৈরব। ট্রেলার জুড়ে অমিতাভ ও প্রভাস দু'জনকেই বেশ কিছু মারকাটারি অ্যাকশন দৃশ্যে দেখা গেল। সূত্রের খবর ছবিতে শ্রীকৃষ্ণের শেষ অবতার ‘কল্কি’র চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। হিন্দি ও তেলুগু, দু’টি ভাষায় শ্যুটিং হয়েছে ছবির।
হিন্দু পৌরাণিক কাহিনির প্রেক্ষাপটে সাজানো এই ছবির ট্রেলারের শেষে টাক মাথার এক ব্যক্তিকে নতুন যুগের ঘোষণা করতে দেখা গেল। চিনলেন তাঁকে?
আরও পড়ুন-ভোটের চোখ রাঙানি? মে মাসে মুক্তি পাচ্ছে না কল্কি ২৮৯৮ এডি, কবে আসছে দীপিকা-প্রভাসের ছবি?