
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
'ইন্ডিয়াস গট ট্যালেন্ট' সিজন ৯-এর সেট থেকে একটি বিটিএস ভিডিয়ো শেয়ার করেছেন শিল্পা শেট্টি। বিটিএস ক্লিপে অভিনেত্রী রাকুল প্রীত সিং, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং জন আব্রাহামকে শিল্পার পাশে বসে থাকতে দেখা গিয়েছে। এই ত্রয়ী তাঁদের আসন্ন সিনেমা ‘অ্যাটাক'-এর প্রচারে রিয়ালিটি শো-তে গিয়ে হাজির হয়েছেন। ২০২২, পয়লা এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবি।
ভিডিয়ো ক্লিপ শেয়ার করে শিল্পা বলেছেন, ‘এক চড়ে পুরো ম্যাপ পরিবেশন করল। আমাদের সুপার সোলজার পুরো অ্য়াটাক প্ল্যান করেছে। আপনারাও নিজেদের কাছের সিনেমা হলে গিয়ে অ্যাটাক দেখুন।’
গুগল ম্যাপ কাজ করছে না, তাই ভিডিয়োতে জ্যাকলিন-রাকুল এবং শিল্পাকে আলোচনায় মগ্ন থাকতে দেখা গিয়েছে। জনের দিকে ফিরতেই জনের বাম হাতে চড় মারেন শিল্পা। সঙ্গে সঙ্গে জনের হাতের শিরাগুলি জেগে ওঠে। সেদিকে তাকিয়ে চিৎকার করে ওঠেন শিল্পা। জ্যাকলিন ও রাকুলকে বলতে শোনা যায়, ‘ওহ মাই গড’। জন তারপর তার হাতের দিকে নির্দেশ করে তাদের জিজ্ঞাসা করে, ‘আপনি কোথায় যেতে চান? বান্দ্রা?’
নেটমাধ্যমে শিল্পা ভিডিয়ো শেয়ার করতেই হু হু করে ভাইরাল। ভিডিয়ো দেখে মজা লুটছেন নেটিজেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports