
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাংলা বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল তারকা হলেন যিশু সেনগুপ্ত। রোম্যান্টিক হিরো থেকে নেতিবাচক চরিত্র, একাধিক লেয়ারের চরিত্র হোক বা অন্য কিছু সবেতেই নজর কেড়েছেন তিনি বারবার। চৈতন্য মহাপ্রভু ধারাবাহিকের হাত ধরে তাঁর উত্থান। এরপর বহু সিনেমা, সিরিজে কাজ করেছেন। সঞ্চালনা করেছেন একাধিক রিয়েলিটি শো-ও। তবে এমনও একটা সময় গেছে তখন যিশুর হাতে কোনও কাজ ছিল না। তবে বর্তমানে তিনি বাংলার অন্যতম ব্যস্ততম অভিনেতা। হবে নাই বা কেন? এখন তিনি বাংলার সঙ্গে পাল্লা দিয়ে বলিউড এবং দক্ষিণ ভারতীয় ছবিতে কাজ করে চলেছেন। কিন্তু দাপটের সঙ্গে বর্তমানে কাজ করে চলা এই অভিনেতা কিন্তু আদতে ভীষণই ভীতু। কেন? কীসে ভয় পান তিনি? চলুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: দাদুর স্বপ্নপূরণ করতে সারেগামাপার মঞ্চে আরাত্রিকা, নজরুল গীতিতে বিচারকদের মন জয় করতে পারবেন?
কীসে ভয় পান যিশু?
টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে যিশু সেনগুপ্ত জানিয়ে ছিলেন তিনি ভীষণই ভীতু। তবে তিনি ভয়ে মোটেই ভিজে বেড়াল হয়ে যান না। তাঁর কথায়, 'আমার মধ্যে অনেক ভয় লুকিয়ে আছে। আমি মানুষকে দুঃখ দিয়ে ফেলার ভয় পাই। আমি সব সময় চেষ্টা করি যাতে আমার অজ্ঞাতেও কেউ যেন কষ্ট না পান।'
আরও পড়ুন: শীঘ্রই শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন জাহ্নবী? বিয়ের গুঞ্জন রটতেই বললেন, 'এই মুহূর্তে আমি...'
কেউ যাতে কষ্ট না পান তার জন্য কখনও সখনও মিথ্যেও বলেছেন অভিনেতা। এই প্রসঙ্গে তিনি জানান, 'অনেক সময় আমায় মিথ্যে বলতে হয়েছে এর জন্য। মিথ্যের আশ্রয় নিতে হয়েছে।'
আরও পড়ুন: আবারও কি হৃতিকের সঙ্গে কাজ করবেন? জল্পনা বাড়িয়ে আমিশা বললেন, 'বক্স অফিস যখন ৬০ কোটির বেশি...'
আরও পড়ুন: আলাম নন, হীরামান্ডির তাজের মন কেড়েছেন অন্য কেউ! লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে ডেটে গেলেন তাহা?
যিশু সেনগুপ্তকে বাংলায় শেষবার দশম অবতার ছবিতে দেখা গিয়েছিল। আগামীতে তাঁকে দেবের সঙ্গে খাদান ছবিতে দেখা যাবে। বর্তমানে যিশু খালি অভিনয় করছেন যে এমনটা নয়। তাঁর এবং তাঁর স্ত্রীর যৌথ প্রযোজনায় বাংলার একাধিক সিরিয়ালও চলছে। এগুলোর অন্যতম হল হরগৌরী পাইস হোটেল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports