
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কালার্স টিভির ড্যান্স রিয়ালিটি শো ‘ঝলক দিখলা জা ১০’। শোয়ে ওয়াইল্ডকার্ড প্রবেশকারী হিসাবে আসছেন ভারতীয় ক্রীড়াবিদ দ্যুতি চাঁদ। দুর্দান্ত এই নাচের প্রতিযোগীতায় অংশগ্রহণ করার জন্য মুখিয়ে আছেন তিনি।
‘ঝলক দিখলা জা'-এর চলতি মরশুমে টানটান নাচের প্রতিযোগীতা চলছে। সকল প্রতিযোগীই নিজের নাচের দক্ষতা প্রকাশ করেছেন। শেষবার বার্মিংহামে ২০২২ সালের কমনওয়েলথ গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। কোরিওগ্রাফার রবিনার সঙ্গে মঞ্চে পা মেলাতে প্রস্তুত দ্যুতি। কঠিন হলেও, একজন অলিম্পিক তারকাকে কে টেক্কা দেবে? সেটাই দেখার। আরও পড়ুন: গোলাপী রঙের শাড়ি, কপালে চওড়া সিঁদুর, গা ভর্তি গয়না! ‘সাধ’ খেলেন হবু মা বিপাশা
রিয়ালিটি শোয়ে যোগ দেওয়ার বিষয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্যুতি। একজন ক্রীড়াবিদ হিসাবে, তিনি তাঁর সামনে রাখা নতুন চ্যালেঞ্জ গ্রহণের প্রশংসা করেছেন। আরও পড়ুন: সাদা ক্রপ টপ, ট্রাউজারে বিমানবন্দরে ক্যাজুয়াল লুকে সুহানা! ফিরলেন লন্ডন থেকে
যে কোনো নতুন আর্ট ফর্ম শেখা সহজ নয়। কিন্তু কোরিওগ্রাফারের সাহায্যে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন দ্যুতি। নিজের সেরাটা পারফর্ম করতে চান তিনি। বিচারকদের সঙ্গে দেখা করার জন্য এবং সামনে পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। একজন ক্রিড়াবিদের প্রতি আস্থা রাখার জন্য কালার্স চ্যানেলকে ধন্যবাদ জানিয়েছেন দ্যুতি। আরও পড়ুন: প্রাক্তনের নাচ দেখে প্রশংসায় ভরালেন উরফি! তিক্ততা ভুলে কাছাকাছি আসছেন পরশের?
শোয়ের নতুন সিজনে বিচারকের আসনে করণ জোহর, মাধুরী দীক্ষিত এবং নোরা ফাতেহি। দ্যুতি চাঁদের সঙ্গে অনুষ্ঠানের আসন্ন মরসুমে টেলিভিশন তারকা নিয়া শর্মা, ধীরাজ ধোপার, নীতি টেলর, আলি আসগর এবং পারস কালনাওয়াতও রয়েছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports