ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় অভিনেতা জিতু কমল। নবনীতা দাসের সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে চর্চায় তাঁদের দু'জনেরই সোশ্যাল মিডিয়া পোস্ট। যদিও সেসব নিয়ে অত মাথা ঘামানোর সময় নেই জিতুর। অভিনেতা ব্যস্ত নিজের কাজে। একের পর এক প্রোজেক্টে কাজ করছেন জিতু, সেই সমস্ত কাজের সঙ্গে যোগ রয়েছে এমন সব ছবিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে।
ফেলুদা-ব্যোমকেশ-কিরীটী ছাড়াও এ বার বড় পর্দায় দেখা যাবে নতুন গোয়েন্দাকে। ফেলু মিত্তির, ব্যোমকেশ, একেন অনেক তো হল। মিতিন মাসি, সুব্রত শর্মা, শবর, সোনাদারাও বিশেষ পিছিয়ে নেই। এবার স্বাদ বদল। আর সেই জন্যই এবার পর্দায় অবতীর্ণ হতে চলেছেন অরণ্য চ্যাটার্জি। এই নতুন গোয়েন্দা এবার রহস্য সমাধান করবেন। এই নয়া গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির প্রধান চরিত্রে অর্থাৎ অরণ্যের চরিত্রে দেখা মিলবে জিতু কমলের। আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার সম্মুখীন কার্তিক আরিয়ানের দেহরক্ষী, হাসপাতালে পাশে পাশে অভিনেতা
নতুন প্রোজেক্টের সূত্রেই রাফিয়াত রশিদ মিথিলা সঙ্গে একটি ছবি পোস্ট করলেন জিতু। সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’। গল্প দুলাল দে-র। পরিচালনার দায়িত্বেও থাকছেন তিনি। ছবিতে জিতুর জামাইবাবুর চরিত্রে দেখা যাবে শিলাজিৎ মজুমদারকে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, আরজে সায়ন, লোকনাথ দে প্রমুখ।