তিনি বাংলার সুপারস্টার। অগুনতি ভক্ত তাঁর। বছরে একটা করে ছবি করলেও, তাঁর অনুরাগীরা রীতিমত মুখিয়ে থাকেন সেটার জন্য। কিন্তু ২০২৫ সালে জিৎকে দেখা যাবে কোন ছবিতে? বছরের গোড়াতেই ইঙ্গিত দিয়ে কী বললেন?
আরও পড়ুন: বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে ফের একফ্রেমে! বর্ষবরণের ছুটি কাটিয়ে জুটিতে মুম্বই ফিরলেন ঐশ্বর্য-অভিষেক
আরও পড়ুন: গোল্ডেন গ্লোবের পর এবার বাফতার দৌড়েও পায়েলের অল উই ইমাজিন অ্যাজ লাইট! কটা বিভাগে মনোনয়ন পেল?
আগামী কাজ নিয়ে কী বললেন জিৎ?
এদিন কলকাতার ট্রেড ফেয়ারে উপস্থিত ছিলেন জিৎ। সেখানে গিয়েই তিনি উপস্থিত সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তিদের নতুন বছরের শুভেচ্ছা জানান। বলেন, 'হ্যাপি নিউ ইয়ার। ভালো কাটুক নতুন বছর।' এরপরই কাজের কথা ওঠে তাঁর। এক ব্যক্তি যখন তাঁকে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে শুভেচ্ছা জানান তখন তিনি জবাবে খালি ধন্যবাদ দেন। কিন্তু কবে নীরজ পান্ডের এই সিরিজ আসবে সেই বিষয়ে কিছুই জানালেন তিনি।
তাহলে আগামীতে কোন ছবিতে দেখা যাবে জিৎকে? ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হওয়া লায়ন ছবিতে? এই বিষয়ে তিনি জানান, 'আমার সঙ্গে যেদিনই আসবে সেদিনই দেখা হয়ে যাবে। কিন্তু সিনেমায় কবে হবে সেটা তো যবে স্ক্রিপ্ট আসবে তার উপর নির্ভর করছে।' এখানেই জোড়ালো হয়েছে জল্পনা। তবে কি আপাতত জিতের হাতে এখন কোনও কাজ নেই? লায়ন কি খালিই জল্পনা, নাকি এখনই মুখ খুলতে চাইলেন না তিনি? উত্তরটা সময় দেবে।
আরও পড়ুন: চিকনি চামেলির সুরে বোনের বিয়েতে ঝড় তুললেন পাক-অভিনেত্রী! নিমেষে ভাইরাল হানিয়ার ভিডিয়ো
জিতের নতুন বছর বরণ
জিৎ বছরের গোড়াতে একটি ভিডিয়োতে ভক্তদের উদ্দেশ্যে বলেন, 'সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হেলদি, ওয়েলদি হ্যাপি নিউ ইয়ারের জন্য। খুব আনন্দ, মজায় কাটুক এই নতুন বছর। অনেক ভালোবাসা নিও। অন্যান্য বছরের থেকে অনেক অনেক ভালো কাটুক ২০২৫। আগামী বছরটা দারুণ দারুণ ভালো কাটুক। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। অনেক ভালোবাসা নেবেন।' কথার শেষে ছুঁড়ে দেন ফ্লাইং কিস। কিছু দিন আগে জিৎ তাঁর গোটা পরিবারকে সঙ্গে নিয়ে মরু শহর দিয়ে ঘুরে এলেন। সেখান থেকে একাধিক ছবি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি।