এবার জাহ্নবী কাপুর নেপোটিজমের তকমার বিরুদ্ধে হলেন সোচ্চার, আর তাতেই জুটল বদনাম! অনেকেই ভাবতে পারেন জাহ্নবী তো অনেক দিন আগে থেকেই এর বিরুদ্ধে লড়তে শুরু করেছেন। তিনি যে কেবল নেপোটিজমের ফল নয়, অভিনয় যে তাঁর রক্তে, কাজ করতে তিনি যে ভালোবাসেন তা বার বার প্রমাণ করেছেন। 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-এর সময় তাঁর অনবদ্য প্রচার, 'মিসেস মাহি' হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম সকলের নজর কেড়েছিল। কিন্তু এসব করতে গিয়ে বদনাম কেন? ব্যাপার কী? আসলে ব্যাপার কিছুই না, আসছে তাঁর নতুন ছবি 'উলাঝ'। মঙ্গলবার, জঙ্গলি পিকচার্স এই রাজনৈতিক থ্রিলারের ২ মিনিটের একটি ট্রেলার প্রকাশ্যে এনেছেন। সেখানে দেখা গিয়েছে জাহ্নবীকে একজন তরুণ আমলা-এর ভূমিকায়। আর গল্পেই হয়েছে তাঁর বদনাম। আসলে ছবিতে তাঁর চরিত্রটিকে গুপ্তচর এবং গোপন তথ্য ফাঁস করার অভিযোগে সন্দেহ করা হচ্ছে।
'উলাঝ'-এর ট্রেলার সম্পর্কে
ট্রেলারের শুরু হয় জাহ্নবীকে দেখিয়ে। ছবিতে তাঁর নাম সুহানা ভাটিয়া। গল্পে সে সেন্ট স্টিফেন কলেজ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক, যে কিনা দেশের সর্বকনিষ্ঠ ডেপুটি হাই কমিশনারও। তবে তার সহকর্মীরা তার ক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করে, মনে করে সে নেপটিজম বা স্বজনপ্রীতির ফল। এই পদে বসার যোগ্য নয়।
আরও পড়ুন: সন্তান-নাতি-নাতনিদের নাম এর আগে লেখেন হাতে, এবার নীতা আম্বানির শরীরের কোথায় তারা
এরপর গল্প নেয় নতুন মোড়, দেখা মেলে গুলশান দেবাইয়ার, এখানে তিনি একজন আন্ডারকভার এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে দেখা যায় তিনি পর্দার সুহানার কাছ থেকে কাগজপত্র চান, সঙ্গে সুহানাকে জিজ্ঞাসা করেন যে সে মনে করে, যে সে রক্ষা পাবে? ইতিমধ্যেই, শুরু হয় একটি অভ্যন্তরীণ গোলযোগ, যেখানে দুই সরকারী আন্ডারকভার এজেন্টদের জীবন ছত্রভঙ্গ হয়ে যায়। এর মাঝেই ২৪ ঘণ্টার জন্য উধাও হয়ে যায় সুহানা। তার জন্য একটি ফাঁদ তৈরি করা হয়, কিন্তু সুহানা লড়াই না করে ময়দান ছাড়ার মেয়ে নয়। আর এখানেই শেষ হয় ছবির ট্রেলার।
আরও পড়ুন: শাকিব-মিমির 'উরা ধুরা'-র মুকুটে নয়া পালক! এর মাঝেই জানা গেল আসছে ‘তুফান ২’
'রাজি', 'বাধাই দো' এবং 'তালভার' এর পর এই ছবি আনছেন নির্মাতারা। এটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক পরিচালক সুধাংশু সারিয়া, এবং এছাড়াও রোশন ম্যাথিউ, রাজেশ তাইলাং এবং আদিল হুসেনকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। চিত্রনাট্য লিখেছেন সুধাংশু এবং পারভেজ শেখ। বিনীত জৈন প্রযোজিত এই ছবি চলতি বছরের ৫ অগাষ্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-এর পর 'উলাজ' জাহ্নবীর এবছরের দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি হতে চলেছে। ৩১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'।