Jaat vs Sikandar-Box Office: ৫ দিনে ৫০ কোটি ছুঁতে চলল জাট! সোমবারে সলমনের সিকন্দর কত ব্যবসা করল বক্স অফিসে
1 মিনিটে পড়ুন Updated: 15 Apr 2025, 08:24 AM IST- এর মতো চমকপ্রদ নয়, যা ভারতে পাঁচ দিনে ২২৮.৯৮ কোটি টাকা আয় করেছিল, তবুও 'সিকন্দার' বা 'গুড ব্যাড আগলি'র সঙ্গে প্রতিযোগিতায় স্থিরভাবে টিকে আছে।
'জাট' সম্পর্কে
মিথ্রি মুভি মেকারস এবং পিপল মিডিয়া ফ্যাক্টরি 'জাট' ছবিটি প্রযোজনা করেছে। সানি ছাড়াও ছবিতে রণদীপ হুডা এবং রেজেনা ক্যাসান্ড্রা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এবং সাইয়ামি খের, জগপতি বাবু, রম্যা কৃষ্ণন, ভিনীত কুমার সিং, প্রশান্ত বাজাজ, জারিনা ওয়াহাব, পি. রবি শংকর এবং বাবলু পৃথ্বীরাজ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি একজন রহস্যময় ব্যক্তির গল্প বলে, যিনি অন্ধ্রপ্রদেশের চিরালার একটি গ্রামে এসে পড়েন আচমকাই, এবং তারপরই সেখানকার ঘোটালা পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়।