দীর্ঘ ৮ বছর পর আবারও ভারতীয় ছবিতে ফিরতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া? তেমনি জল্পনা শোনা যাচ্ছে। এমনকি অভিনেত্রী নিজেও কিছু দিন আগে এই বিষয়ে আভাস দিয়েছিলেন। এবার জানা গেল সেটা সত্যি হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী এসএস রাজামৌলির ছবিতে দেখা মিলবে অভিনেত্রীর। বিপরীতে থাকছেন কে?
আরও পড়ুন: ফের রেকর্ড দেবের ‘খাদান’-এর, ৩ সপ্তাহে পার ৪ কোটি ভিউজ ‘কিশোরী’র! মুকুটে জুড়ল কোন তকমা?
কী জানা গেল প্রিয়াঙ্কা চোপড়ার পরবর্তী ভারতীয় ছবি নিয়ে?
প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট অভিনীত জি লে জারা ছবিটি বহু বছর আগে ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত সেই ছবির বিষয়ে আর কোনও উচ্চবাচ্য শোনা যাচ্ছে না। এর মাঝেই শোনা গেল হলিউড প্রজেক্টের মাঝে আবার ভারতীয় ছবিতে কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে এসএস রাজামৌলি পরিচালিত ছবিতে দেখা মিলবে প্রিয়াঙ্কাকে। তাঁর বিপরতে থাকবেন দক্ষিণী তারকা মহেশ বাবু।
এখনও পর্যন্ত এই ছবিটির নাম ঠিক হয়নি বলেই জানা গিয়েছে। তবে আগামী বছর থেকে শ্যুটিং শুরু হবে। ২০২৬ সালের শেষ পর্যন্ত চলবে শ্যুটিং। তারপর ২০২৭ সালে মুক্তি পেতে পারে এটি।
জানা গিয়েছে এসএস রাজামৌলি বহুদিন ধরেই তাঁর আগামী ছবির জন্য এমন কোনও অভিনেত্রীকে খুঁজছিলেন যিনি গোটা বিশ্বজুড়ে দারুণ বিখ্যাত। আর এটার জন্য প্রিয়াঙ্কা ছাড়া ভালো আর কেই বা হয়ে পারে! সূত্রের খবর অনুযায়ী গত ৬ মাস ধরে দেশি গার্লের সঙ্গে একাধিক মিটিং করেছেন রাজামৌলি। তারপর দুই পক্ষ রাজি হয়েছে।
কেমন ঘরানার ছবি হবে?
জানা গিয়েছে এটি একটি অ্যাডভেঞ্চার ঘরানার ছবি হবে। মহেশ বাবুর সঙ্গে টক্কর দিতে প্রিয়াঙ্কা চোপড়াকেও পুরোদমে অ্যাকশন করতে দেখা যাবে। প্রিয়াঙ্কা চোপড়া নাকি ইতিমধ্যেই এই ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
এই ছবিটির জন্য এসএস রাজামৌলি সোনি এবং ডিজনির সঙ্গে কথা বলে রেখেছেন বড় পর্দায় মুক্তির বিষয়ে। ছবিটিকে যাতে গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য তিনি গত এক বছর ধরে এই কোলাবোরেশনের চেষ্টা করেছেন। ভারত সহ আমেরিকা, আফ্রিকায় শ্যুটিং হবে এই ছবির।
প্রিয়াঙ্কা চোপড়াকে দর্শকরা শেষবার ২০১৯ সালে দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিতে দেখেছিলেন। সোনালি বসু পরিচালিত সেই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ছিলেন ফারহান আখতার, জায়রা ওয়াসিম, রোহিত সরফ।