মাত্র দিন নয় আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব অভিনীত খাদান। লম্বা সময়ের পর আবারও পর্দায় মাস ছবি নিয়ে এলেন বাংলার সুপারস্টার। আর তাঁর সেই পদক্ষেপকে কুর্নিশ জানিয়ে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন দর্শকরা। দেব নিজেই জানিয়েছেন খাদান ছবিটির বহু শো হাউজফুল যাচ্ছে। এদিন তিনি তাঁর টিমকে সঙ্গে নিয়ে স্টার থিয়েটারে গিয়েছিলেন হল ভিজিটে। কেমন সাড়া পেলেন সেখানে?
আরও পড়ুন: ফের রেকর্ড দেবের ‘খাদান’-এর, ৩ সপ্তাহে পার ৪ কোটি ভিউজ ‘কিশোরী’র! মুকুটে জুড়ল কোন তকমা?
হল ভিজিটে টিম খাদান
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেডের তরফে এদিন এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে দেব তাঁর খাদান টিমের কিছু সদস্যকে নিয়ে স্টার থিয়েটারে গিয়েছিলেন দর্শকদের সঙ্গে দেখা করতে, তাঁদের প্রতিক্রিয়া জানতে।
এদিন দেবকে সামনে থেকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। অভিনেতা হাত বাড়িয়ে দিলে একবার তাঁকে ছুঁতে রীতিমত হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে।
দেব এদিন দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'আমি খুব ভয় ছিলাম যে হঠাৎ করে অ্যাকশন ড্রামা নিয়ে এলে লোকে পছন্দ করবেন কিনা। কিন্তু যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন সেটা বলার কথা নয়।' এদিন দেবের সঙ্গে ছিলেন ছবির আরেক অভিনেতা জন ভট্টাচার্য এবং পরিচালক সুজিত দত্ত রিনো।
দেব এদিন এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'দর্শকদের ভরপুর ভালবাসায় এবং বিপুল সাড়ায় আমরা আপ্লুত। টিম খাদানের সঙ্গে স্টার থিয়েটারে হল ভিজিট।'
খাদান প্রসঙ্গে
খাদান ছবিটি ২০ তারিখ মুক্তি পেয়েছে। মুখ্য ভূমিকায় আছেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে আছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন নীলায়ন চট্টোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে। এই ছবির শেষে জানানো হয়েছে পরবর্তী ভাগ অর্থাৎ খাদান ২ আসবে।
আরও পড়ুন: পুষ্পা ২ জ্বরে ধরাশায়ী বেবি জন! শনিবার সাড়ে ১২ কোটি আয় আল্লুর ছবির, কী হাল বরুণের?
এদিন ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের তরফে একটু টুইটে জানানো হয়েছে ২০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত খাদান ছবিটি জাতীয় মাল্টিপ্লেক্স চেনে ১ কোটি ২৪ লাখ টাকার ব্যবসা করেছে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড এবং সুরিন্দর ফিল্মস অর্থাৎ খাদান ছবির দুই প্রযোজকের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে ২৭ ডিসেম্বর পর্যন্ত খাদান বক্স অফিসে ৭ কোটি ২৬ লাখ টাকার ব্যবসা করেছে বলেই জানানো হয়েছে। আর এই এক সপ্তাহে সাড়ে তিন লাখ মানুষ দেখেছেন এই ছবিটি।