জমিয়ে চলছে 'খাদান'-এর প্রচার। বাসে চেপে গোটা খাদান টিম ঘুরছে বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত। প্রায় প্রতিদিনই ছবির প্রচারে থাকছে একের পর এক চমক। তবে এরই মাঝে দেবের 'খাদান'-ছবির অতিরিক্ত প্রচার নিয়ে সরাসরি আক্রমণ করার অভিযোগ উঠেছে পরিচালক রাজ চক্রবর্তীর বিরুদ্ধে। এক্ষেত্রে দেব অবশ্য পাশে পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়, রানা সরকারদের।
যদিও দেবকে সরাসরি এধরনের আক্রমণের জবাব দিতে দেখা যায় নি। তবে কি এবার দেবের হয়ে রাজের আক্রমণের জবাব দিলেন তাঁর সহ অভিনেতা যিশু সেনগুপ্ত?
সোমবার 'খাদান'-এর প্রচারে যাওয়ার সময়ে বাসে যিশু সেনগুপ্তের একটি গান গাওয়ার ভিডিয়ো পোস্ট করেছেন দেব। যেখানে যিশুকে গাইতে শোনা যাচ্ছে, ‘ও সিকন্দরই দোস্তো কেহলাতা হ্য়ায় /হর বাজি কো জিতনা হামে আতা হ্যায়/নিকলেঙ্গে হাম ময়দানমে জিসদিন ঝুমকে, ধরতি দোলেগি ইয়ে কদম চুমকে/ ও সিকান্দার হ্যায় দোস্ত কেহলাতা হ্যায়’ আর এর পরের লাইনে তাঁদের গাইতে শোনা যায় ‘খাদান জ্যায়সি ফিল্ম বানানা হামে আতা হ্যায়।’
যিশু সহ অন্যান্যরা যখন এই গানটি গাইছিলেন, তখন মাঝে দেবকেও হাসিমুখে সম্মতিসূচক ঘাড় নাড়তে দেখা যায়। শেষে ‘খাদান জ্যায়সি ফিল্ম বানানা হামে আতা হ্যায়।’ লাইনটি গাওয়ার সময় দেবকে আঙুল দেখিয়ে নিজের দিতে ইঙ্গিত করতে দেখা যায়। এই ভিডিয়োটি স্বভাবগত ভঙ্গিতে 'এমনি' ক্যাপশানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুপারস্টার দেব।
তবে দেব যতই একটা 'এমনি' ক্যাপশানে পোস্ট করুন না কেন, নেটিজেনরা অবশ্য বলছেন, ‘এটা কিন্তু মোটেও এমনি ছিল না’। অর্থাৎ দেব-যিশুরা যে নাম না করে রাজ চক্রবর্তীর আক্রমণের জবাব দিয়েছেন, সেটাই বলতে চেয়েছেন কিছু নেটিজেন। তবে আরেকজন লিখেছেন. ‘Savage reply’ অর্থাৎ বেশ খারাপভাবে জবাব দেওয়া হল। আবার অনেকেই দেবের প্রতি ভালোবাসা জানিয়েছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের ছবি 'সন্তান'-এর প্রচারে একটা ব়্যাপ করেছিলেন রাজ। সেই ব়্যাপ দাবানলের মতো ভাইরাল হয়ে যায়। সেখানে পরিচালক দাবি করেন, 'খারাপ সিনেমার প্রচার বেশি করতে হয়! রাগ কোরো না বাবা...' পাশ থেকে তখন শুভশ্রীর বলেন, 'নিজের খাদ নিজেই খুঁড়ছ...।' রাজের তখন বলেন, 'খাদ কি খাদান, আমাদের সিনেমায় কোনও খাদ নেই।' এরপরই দেব অনুরাগীরা ছেঁকে ধরেন রাজকে।
যদিও এখানেই শেষ নয়। এক সাক্ষাৎকারে রাজ বলেন, 'সন্তান নামটা অনেকের ক্লিশে মনে হতে পারে। তবে বাবা-ছেলের গল্পের নাম আর কিছু হতে পারত না। দেখবেন, মুক্তির এক-দু'দিন পর থেকে ছবিটা নিয়ে আলোচনা শুরু হবে। বিরাট ভাবে এই ছবির প্রচার করে লাভ নেই। আমরাও স্টেজ লাগিয়ে নাচতে শুরু করে দিলে তো হবে না।' সরাসরি নাম না নিলেও রাজের এই কথাতেই বেশ বোঝা যায় তাঁর ইঙ্গিত কোন দিকে ছিল?
আর তাই নেটপাড়া মনে করছে দেব-যিশু ‘ও সিকন্দরই দোস্তো কেহলাতা হ্য়ায়' গানটি গেয়ে পাল্টা সেই আক্রমণেরই জবাব দিলেন।