Jagadhatri Actress Taniya: রিসেপশনে চোখ ধাঁধানো লুক! তৃণমূল নেতার গলায় মালা দিলেন ‘জগদ্ধাত্রী’র তানিয়া, কারা এলেন? Updated: 22 Nov 2023, 08:00 PM IST Priyanka Mukherjee Jagadhatri Actress Taniya: বিয়েতে লাল বেনারসিতে একদ সাবেকি সাজে ধরা দিয়েছিলেন জগদ্ধাত্রীর তানিয়া। রিসেপশনের দিন একটু হটকে লুকে দেখা মিলল অভিনেত্রীর। সাদা রঙে ঝলমলে নতুন কনে। কারা এলেন তানিয়া-নীলের রিসেপশনে?