কথায় আছে শাহরুখ খানের মন্নত দর্শন না করলে মুম্বই সফর অসম্পূর্ণ রয়ে যায়। মন্নত ছুঁয়ে দেখা নয়, সোজা মন্নতে ঢুকে পড়ার চেষ্টা কর ফেলল এবার এক কিং খান ভক্ত। সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে দেখা করার এক অদ্ভুত অথচ মজাদার চেষ্টা করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শুভম প্রজাপত। জোম্যাটো ডেলিভারি বয় সেজে অভিনেতার বাসভবনে ঢোকার চেষ্টা করেন শুভম।
নিজের ইনস্টাগ্রামে শুভম মজাদার ভিডিয়ো শেয়ার করতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে। মন্নতের বাইরে দাঁড়িয়ে কিং খানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন শুভম। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাঁকে ঢুকতে দেবে না তা অজানা নয়। তখনই এক ফন্দি আঁটেন শুভম: তিনি জোম্যাটো থেকে দুটি কোল্ড কফি অর্ডার করেন, একটি নিজের জন্য এবং অন্যটি শাহরুখের জন্য। ঠিকানা হিসাবে দিয়ে দেন মন্নত। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ডেলিভারি চলে এলে শুভম প্রকৃত ডেলিভারি এজেন্টকে ডেলিভারি ব্যাগটি হস্তান্তর করতে এবং অর্ডারটি এগিয়ে নিতে রাজি করান। ডেলিভারি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে সে আত্মবিশ্বাসের সঙ্গে মন্নতের মেইন গেটের দিকে হেঁটে যায়, কোল্ড কফি ডেলিভারি দেওয়ার ভান করে। সামনের গেটের প্রহরী অবশ্য তাকে ভিতরে ঢুকতে দেয় না এবং পরিবর্তে তাঁকে গোপন পিছনের দরজায় যেতে বলে। উত্তেজিত এবং আশাবাদী, শুভম সেখানে ছুটে যান। কিন্তু সেখানেও হতাশাই হাতে আসে তাঁর।
শাহরুখের মন্নতের কড়া সিকিউরিটি গার্ড শুরুতেই জিগ্গেস করেন যে অর্ডার করেছে, তাঁকে ফোন করতে। ভুয়ো ডেলিভারি বয় শুভম পালটা জানায়, ফোন তুলছে না। এতেও চিড়ে ভেজেনি। প্রহরীর অবশ্য এই তামাশা বুঝতে সময় লাগেনি। তিনি বলেন, ‘এক ফোন করেগা তো পুরা কফিওয়ালা নাচেগা উসকে সামনে’, অর্থাৎ শাহরুখ খান যদি নিজে ফোন করেন, তাহলে কফি নির্মাতারা এসে ওঁনার সামনে নাচতে শুরু করবেন। প্রহরী ঠিকই অনুমান করেছিল যে বাড়ির বাইরের ভিড়ের মধ্যে থেকে কেউ নিশ্চয়ই অর্ডারটি দিয়েছে।
ভক্তরা সমাজমাধ্যম প্রভাবী শুভমের সাহসী সৃজনশীলতা এবং শাহরুখের গার্ডদের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। বর্তমানে যদিও শাহরুখ ও তার পরিবরা মন্নতে বসবাস করছেন না, কারণ মন্নত সংস্কারের কাজ চলছে। তাই খুব সম্ভবত ভিডিয়োটি মাস কয়েক পুরোনো।
২০২৩-এর ডাঙ্কির পর ফের রুপোলি পর্দা থেকে দূরে রয়েছন শাহরুখ। বাদশাকে আগামিতে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত একটি হাই-অকটেন অ্যাকশন থ্রিলার কিং ছবিতে দেখা যাবে। মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ। ছবিতে অভিষেক বচ্চন এবং আরশাদ ওয়ারসিও অভিনয় করেছেন। দেখা মিলতে পারে দীপিকা পাড়ুকোন ও রানি মুখোপাধ্যায়েরও। ২০২৬ সালের শেষের দিকে মুক্তি পাবে 'কিং'।