ভারত-পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা বাড়লে এর সরাসরি প্রভাব পড়ে বলিউড ও ক্রীড়া জগতে। পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই এদেশে পাক শিল্পীদের নিষিদ্ধ করার দাবি উঠেছিল। এরপর ‘অপরেশন সিঁদুর’ নিয়ে মুখ খুলে এদেশের জনতার রোষের মুখে পড়েন পাকিস্তানের ফাওয়াদ, মাহিরা খানরা। সেই পদক্ষেপকে 'কাপুরুষোচিত' পদক্ষেপ বলেছিলেন তাঁরা। আর এবার বলিউডে তাঁদের অভিনীত ছবির পোস্টার ও মিউজিক প্ল্যার্টফর্ম থেকে উধাও হয়ে গেলেন ফাওয়াদ, মাহিরা, মাওরা হোকেনরা।
উরি হামলার পর থেকেই হিন্দি সিনেমায় পাকিস্তানি অভিনেতাদের দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। যদিও সম্প্রতি ফাওয়াদ খানআবির গুলাল-ছবির হাত ধরে ফের বলিউডে হাজির হতে চলেছিলেন। তবে সেই ছবিটি এদেষে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আর এবার পাক তারকাদের অভিনীত আগের সমস্ত হিন্দি ছবির পোস্টার থেকেও তাঁদের ছবি মুছে ফেলা হল।
ফাওয়াদ খান থেকে মাওরা হোকেনে এবং মাহিরা খানের মতো পাকিস্তানি অভিনেতারা বহু বলিউডি ছবিতে কাজ করেছেন। বর্তমানে তাঁদের এদেশে কাজ বন্ধ থাকলেও তাঁদের পুরনো ছবির পোস্টার, গানের জন্য ব্যবহৃত থাম্বনেইলে তাঁদের ছবি রয়ে গিয়েছিল। এবার সেই সমস্ত জায়গা থেকেও তাঁদের মুছে ফেলা হল।
জানা যাচ্ছে, সিনেমার পোস্টার ছাড়াও গানের স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এবং ইউটিউব মিউজিক অ্যালবামের পোস্টার থেকেও পাকিস্তানি অভিনেতাদের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি এখন থেকে আপনি এই ছবির গান স্ট্রিমিংয়ের সময় নতুন সম্পাদিত পোস্টার দেখতে পাবেন।
১২ মে সোমবার খেয়াল করা হয় যে স্পটিফাই এবং ইউটিউব মিউজিকে সনম তেরি কসম অ্যালবামের কভার থেকে মাওরা হোকেনের উধাও। প্রচারমূলক সামগ্রীতেও হর্ষবর্ধন রানেই ছিলেন একমাত্র মুখ।

শাহরুখ খান ও মাহিরা খানের ২০১৭ সালের ছবি 'রইস', হর্ষবর্ধন রানে এবং মাওরা হোকেনের ২০১৬ সালের ছবি 'সনম তেরি কসম', সিদ্ধার্থ মালহোত্রা ও ফাওয়াদ খানের ২০১৬ সালের ছবি 'কাপুর অ্যান্ড সন্স' এবং 'জালিমা সং'-এর পোস্টারে পাক তারকাদের দেখা গিয়েছে। সম্পাদনার পর এখন আর নতুন পোস্টারে তাঁদের দেখা যাচ্ছে না। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে আবার নেটিজেনদের অনেকে এই সিদ্ধান্তকে সমর্থন করলেও শাহরুখ খানের ছবি কেন সরানো হল না, তা নিয়ে ক্ষুব্ধ অনেকেই। যদিও আবার, তবে, সোনম কাপুর এবং ফাওয়াদ অভিনীত 'খুবসুরাত' ছবির পোস্টারটি এখনও পর্যন্তত অপরিবর্তিত রয়েছে।


কমেন্ট সেকশনে এক অনুগামী লিখেছেন, ‘শাহরুখ খানের ছবিও সরিয়ে ফেলুন, এঁরা কতটা ভারতীয় তা তাঁরা দেখিয়ে দিয়েছেন।’ কেউ বলেছেন যে ‘আপনি কেবল ফিল্মটি সরাতে পারেন’,কেউ আবার এই পদক্ষেপকে তুচ্ছ কাজ বলে মন্তব্য করে বসেছেন। একজন লিখেছেন- ‘এটুকুই আপনারা করতে পারেন।’ কেউ লিখেছেন, ‘যদি সনম আর জালিমাকে গান থেকে ওদের বাদ দেওয়া হয়, তাহলে ছবির অর্থ কী?’যদিও বেশিরভাগ মানুষই এদক্ষেপে সমর্থন করেছেন।