প্রত্যেক মা-ই হয়ত সন্তান জন্মের পর তাঁর রাত জাগা নো-মেকআপ লুক সেলফি তোলার চেষ্টা করে! তবে যেখানে হয়ত তাঁরা তাঁদের কালি পড়া চোখ ঢাকার চেষ্টা করেন।’ এরপর রাতদুপুরে ছেলের খেলার মুহূর্ত লেন্সবন্দি করেছেন ইলিয়ানা। লিখেছেন, ‘এই কালিপড়া চোখ, ফ্যাকাসে মুখের পিছনে দায়ী এই লাফিয়ে বেড়ানো শিশুটি।'
ইলিয়ানা ডি'ক্রুজ
গত বছর অগস্টে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ। তাঁর ছেলের বয়স এখন মাত্র ৬'মাস। সন্তানকে আগলেই এখন সময় কাটছে ‘বরফি’ খ্যাত অভিনেত্রীর। নতুন মায়েদের যেমন হাল হয়, ঠিকই তেমনই অবস্থা ইলিয়ানার। চোখের নিচে কালি, ফ্যাকাসে মুখ। বোঝাই যাচ্ছে ছোট্ট সন্তানকে নিয়ে রাতদিন জেগেই সময় কাটছে ইলিয়ানার।
সম্প্রতি ছেলেকে নিয়ে রাত জাগা অবস্থায় নিজের মেকআপ ছাড়়া একটা সেলফি ইনস্টাস্টোরিতে পোস্ট করেছেন ইলিয়ানা ডি'ক্রুজ। ক্যাপশানে লিখেছেন, ‘প্রত্যেক মা-ই হয়ত সন্তান জন্মের পর তাঁর রাত জাগা নো-মেকআপ লুক সেলফি তোলার চেষ্টা করেন! তবে যেখানে হয়ত তাঁরা তাঁদের কালি পড়া চোখ ঢাকার চেষ্টা করেন।’ আরও একটা ইনস্টাস্টোরিতে রাতদুপুরে ছেলের খেলা করার মুহূর্ত লেন্সবন্দি করেছেন ইলিয়ানা। লিখেছেন, ‘এই কালিপড়া চোখ, ফ্যাকাসে মুখের পিছনে দায়ী এই লাফিয়ে বেড়ানো শিশুটি। তবে এই ক্ষতবিক্ষত হাতে ওর থেকে বেশি আনন্দ আর কেউ আনতেও পারে না।’ এদিন ছেলে কোয়ার সঙ্গে কালো নাইটড্রেসে দেখা যায় ইলিয়ানাকে।