সদ্যই মা হয়েছেন বলিউডি তারকা ইলিয়ানা ডিক্রুজ। গত সপ্তাহেই জন্মেছে তাঁর ছেলে কোয়া ফোনিক্স দোলান। দেখতে দেখতে সিঙ্গল মাদারের সংসারে একরত্তি আসার এক সপ্তাহ হয়ে গেল। সেই উপলক্ষ্যে ছেলের সঙ্গে ছবি দিলেন ইলিয়ানা।
বুধবার, ৮ অগস্ট সকালে ছেলের সঙ্গে একটি সাদা কালো ছবি পোস্ট করলেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করা এই ছবিতে দেখা যাচ্ছে ইলিয়ানার হাত শক্ত করে ধরে আছে ছোট্ট কোয়া ফোনিক্স দোলান। ঘরের মধ্যেই তোলা এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নতুন মা ইলিয়ানা লেখেন, 'তোমার মা হওয়ার এক সপ্তাহ।'
আরও পড়ুন: ক্যাটরিনার ভাই নন, হবু মা ইলিয়ানা ছবি শেয়ার করলেন অনাগত সন্তানের বাবার! কে সে?
গত ১ অগস্ট ভূমিষ্ট হয় ইলিয়ানা ডিক্রুজের সন্তান কোয়া। তার একটি ছবিও তখন পোস্ট করেন ইলিয়ানা। তিনি সেই ছবির মধ্যে লেখেন, ‘কই ফোনিক্স দোলানের সঙ্গে আপনাদের সকলের আলাপ করলাম। ১ অগস্ট ২০২৩ -এ তিনি এলেন আমার কাছে। এছাড়া ক্যাপশনে তাঁকে লিখতে দেখা যায়, ’ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমরা আমাদের সন্তানকে হাতে পেয়ে কতটা আনন্দিত। মন আনন্দ, খুশিতে পরিপূর্ণ হয়ে উঠেছে।' সেই ছবিতে একরত্তিকে ঘুমাতে দেখা যাচ্ছিল মায়েক কোলে।

ইলিয়ানার পোস্ট
কিন্তু কোয়া শব্দের অর্থ কী? বাম্প ডট কম জানিয়েছে এটির মানে যোদ্ধা। সন্তান আসার খবর পোস্ট করতেই তাঁর সেই পোস্ট শুভেচ্ছা বার্তায় ভেসে যায়। অর্জুন কাপুর, নার্গিস ফাকরি, প্রমুখ তাঁর পোস্টে কমেন্ট করেন।
প্রসঙ্গত গত এপ্রিল মাসে প্রথমবার ইলিয়ানা জানান তিনি মা হতে চলেছেন। তার পর থেকেই শুরু হয় জল্পনা। ইলিয়ানার সন্তানের বাবা কে? যদিও পরে অভিনেত্রী নিজেই সেই রহস্য, জল্পনা থামিয়ে প্রেমিকের ছবি প্রকাশ্যে আনেন। তাঁর প্রেমিকের নাম মাইকেল দোলান।