
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বলিউডের অন্যতম সেরা ড্যান্সার বোধহয় হৃতিক রোশন। তাঁর নাচের জাদুতে মুগ্ধ হয়েছেন আপামর ভারতবাসী। একাধিক ফাটাফাটি নাচের স্টেপ থেকে গান উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি তাঁকে সেই চেনা মুডেই দেখা গেল। তবে এবার আর সিনেমার সেট বা কোনও অ্যাওয়ার্ড সেরিমনিতে নয়। তাহলে ভাবছেন কোথায়? একটি বিয়ে বাড়িতে। একটি বিয়ে বাড়িতে গিয়ে তিনি বর কনের সঙ্গে জমিয়ে নাচলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে অভিনেতাকে একটি বিয়ে বাড়িতে গিয়ে বর কনে এবং তাঁদের আত্মীয়দের সঙ্গে নাচ করতে দেখা যাচ্ছে। তাঁকে ব্যাং ব্যাং, ঘুংরু গানগুলোতে নাচ করতে দেখা যায়।
অভিনেতা এদিন একটি কালো রঙের কোট প্যান্ট পরেছিলেন। অভিনেতা নিজে তো এদিন নেচেছিলেনই, সঙ্গে তিনি সেখানে উপস্থিত সকলকেও নাচিয়েছিলেন।
কিছুদিন আগেই অভিনেতা নাচের প্রতি তাঁর ভালোবাসা এবং কাজের ধরনের বিষয়ে মুখ খুলেছিলেন। IANS কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, 'এটা আসলে একটা প্রসেস। আমার একটা পছন্দের প্রসেস আছে। যাঁরা আমার এই পছন্দের প্রসেসে ফিট করে যান তাঁদের সঙ্গে মিলে আমি দুর্দান্ত সব জিনিস বানাই। এই প্রসেসে কোনও ইগো থাকে না, খারাপ লাগা থাকে না। থাকে কেবল ভালো যোগাযোগ। কঠিন পরিশ্রম এবং সততা। আমাকে কঠিন পরিশ্রম করার জন্য সময় দিলেই হবে। আপনি যদি কাউকে বলেন আমি একমাস সময় চেয়েছি রিহার্সালের জন্য তাহলে কেউ সেটা বিশ্বাস করবেন না। প্রভু দেবা, ফারহান আমায় লক্ষ্য সিনেমার ম্যায় অ্যায়সা কিউ হু গানটির জন্য একমাসের রিহার্সালের সময় দিয়েছিল। মিস্টার বনসালি আমায় একবার দুমাসের রিহার্সাল করার সময় দিয়েছিলেন। একবার আপনি সময় পেলে আর আপনার ইচ্ছে থাকলে আপনাকে কেবল পরিশ্রম করতে হবে। বাকিটা এমনই হয়ে যাবে।'
হৃতিক রোশনকে আগামীতে ফাইটার ছবিতে দেখা দেখা যাবে। এই ছবিটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তাঁর সঙ্গে এই ছবিতে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে। এটি একটি এরিয়াল অ্যাকশন মুভি হতে চলেছে। ২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। এছাড়া তাঁকে ওয়ার ২ ছবিতেও দেখা যাবে।
৳7,777 IPL 2025 Sports Bonus