এই বছরই মুক্তি পেতে চলেছে ওয়ার ২। যশরাজ স্পাইভার্সের পরবর্তী ভাগ হিসেবে আসছে হৃতিকের ওয়ার ২। ইতিমধ্যেই সেই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। সেই ছবি মুক্তি পাওয়ার আগে প্রকাশ্যে এল টাইগার ভার্সেস কবীরের ক্রসওভার।
কী ঘটেছে?
২০২৩ সালের দীপাবলির সময় যখন টাইগার ৩ মুক্তি পায় তখন সেই ছবিতে টাইগারকে বাঁচাতে এসেছিল পাঠান। পাঠান ছবিতেও ছিল টাইগারের ক্যামিও। তবে টাইগার ৩ ছবির একদম শেষ ভাগে একক ভাবে দেখা গিয়েছিল কবীর হিসেবে হৃতিক রোশনকে। তখনই ইঙ্গিত মিলেছিল যে ওয়ার ২ আসছে। পরে সেই জল্পনা সত্যি হয়। জানা যায় হৃতিকের সঙ্গে এই ছবিতে খলনায়ক হিসেবে ধরা দেবেন জুনিয়র এনটিআর। তবে তাতে টাইগার বা পাঠানের ক্রসওভার থাকবে কিনা সেটা এখনও জানা যায়নি। তবে ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার আগে এমনি টাইগার আর কবীরকে একসঙ্গে পর্দায় দেখতে পেল দর্শকরা। ভাবছেন কোথায়? একটি বিজ্ঞাপনে।
একটি সফট ড্রিংকের বিজ্ঞাপনে একসঙ্গে ধরা দিয়েছেন হৃতিক রোশন এবং সলমন খান। এখানে তাঁদের যশরাজ স্পাইভার্সের দুই চরিত্র কবীর এবং টাইগার হিসেবে দেখা গিয়েছে। বিজ্ঞাপনে দেখা গিয়েছে যে একদল পর্যটক বরফ ঢাকা পাহাড়ের মধ্যে রোপওয়েতে আটকা পড়েছেন। সেখানেই তাঁদের ত্রাতা হয়ে হাজির হন হৃতিক এবং সলমন। ওরফে কবীর এবং টাইগার। তাঁদের বাঁচিয়ে ফিরিয়ে আনে এক জুটি, একই সঙ্গে বার্তা দেন ভয়কে জয় করার। খাদের ধারে বসে তাঁদের সেই ঠান্ডা পানীয় খেতেও দেখা যায়।
এই ভিডিয়ো দেখে যারপরনাই উচ্ছ্বসিত দর্শকরা। নাই বা সিনেমায়, বিজ্ঞাপনেই দুই পছন্দের চরিত্রকে দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। তবে কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন 'পাঠান কোথায়?' অর্থাৎ শাহরুখের চরিত্রটাকে তাঁরা যে মিস করছেন সেটা বুঝিয়ে দিয়েছেন। তবে কবীর এবং টাইগারকে একসঙ্গে দেখে কম খুশি নন তাঁরা।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে শতরান কোহলির! বর সেঞ্চুরি হাঁকাতেই ভাইরাল অনুষ্কার 'বিরাট' প্রতিক্রিয়া
যশরাজ স্পাইভার্সের আগামী ছবি
যশরাজ স্পাইভার্সের আপাতত শেষ ছবি হল টাইগার ৩। আগামীতে আসছে ওয়ার ২। এছাড়া জানা গিয়েছে পাঠান ভার্সেস টাইগার আসবে। তবে আপাতত সবার নজর যেটার দিকে সেটা হল এই স্পাইভার্সের প্রথম মহিলা চরের ছবি অর্থাৎ আলফা। যেখানে মুখ্য ভূমিকায় ধরা দেবেন আলিয়া ভাট। থাকবেন শর্বরী ওয়াগ।