হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। এটি ওই বছরের সেরা একটি সিনেমা হিসেবে প্রমাণিত হয়েছিল এবার আসতে চলেছে ‘ওয়ার ২’, যেখানে হৃতিক রোশনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জুনিয়র এনটিআর।
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটি হতে চলেছে একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। তবে এই সিনেমার অন্যতম আকর্ষণ হবে হৃতিক এবং জুনিয়ার এনটিআর- এর গ্র্যান্ড এন্ট্রি। একদিকে যেমন হৃতিকের চরিত্রটি শাওলিন মন্দিরে একটি তরোয়াল যুদ্ধের মাধ্যমে স্ক্রিনে প্রবেশ করবে তেমন অন্যদিকে এনটিআরকে দেখা যাবে জাহাজে জলদস্যুর বিরুদ্ধে লড়াইয়ের দৃশ্যে অভিনয় করতে।
(আরও পড়ুন: শাকিবের সঙ্গে ধুন্ধুমার অ্যাকশনে মাতবেন যিশু? ফের কোন ছবিতে ধরা দিচ্ছেন খলনায়ক হয়ে?)
দুই অভিনেতার গ্র্যান্ড এন্ট্রি দেখেই মানুষ বুঝতে পারবে এই সিনেমাটি কতটা অ্যাকশন প্যাকড সিনেমা হতে চলেছে। সিনেমায় হৃতিকের বিপরীতে প্রতিপক্ষ অর্থাৎ ভিলেনের ভূমিকায় অভিনয় করবেন জুনিয়র এনটিআর। কিছুদিন আগেই প্রথম দফার শুটিং শেষ হয়েছে, এবার শুরু হতে চলেছে দ্বিতীয় দফার শুটিং।
এই সিনেমায় প্রধান মহিলা চরিত্রে অভিনয় করতে চলেছেন কিয়ারা আডবানি। সিনেমাটি আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাবে। চেষ্টা করা হচ্ছে তাড়াতাড়ি শুটিং শেষ করতে যাতে আগামী বছর ১৪ অগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।
(আরও পড়ুন: রাঘব-পরিণীতির বাড়িতে শঙ্করাচার্য! সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে জগৎগুরুকে বাড়িতে স্বাগত আপ নেতার, করলেন পদসেবাও)
যশ রাজের স্পাই ইউনিভার্সের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে এই সিনেমাটি। এই প্রযোজনা সংস্থার অধীনে শাহরুখ খানের ‘পাঠান’, সালমান খানের ‘টাইগার’, ‘ওয়ার’ সিরিজ সহ একাধিক সিরিজ জনপ্রিয়তা অর্জন করেছে।এবার পালা ‘ওয়ার ২’- এর। বক্স অফিসে এই সিনেমাটি কতটা ভালো পারফর্ম করে, সেটাই এখন দেখার।