রবিবার প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস জানিয়েছে যে, তাদের বহুল প্রতীক্ষিত ছবি স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’, চলতি বছরের ১৪ অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের সময় বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন: 'এত তাড়া…', ২১ বছরেই বাগদান, 'দিদি নম্বর ১'-এর মঞ্চে অনন্যাকে কী বললেন রচনা?
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত, এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন হৃতিক রোশন। তিনি ‘ওয়ার ২’-এর প্রিক্যুয়াল ‘ওয়ার’-এও ছিলেন। তাঁর সঙ্গে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে। আর এবার এই ছবির সিক্যুয়েলে আসছেন জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর।
আরও পড়ুন: ‘খুব বড় ক্রাশ…’! বিচ্ছেদের গুঞ্জনের মাঝে যিশুকে নিয়ে কী বললেন শোলাঙ্কি
যশ রাজ ফিল্মস তাদের অফিসিয়াল এক্স পেজে আনুষ্ঠানিক ভাবে ‘ওয়ার ২’ -এর মুক্তির দিনক্ষণ জানিয়েছে।
আরও পড়ুন: ‘বাসনা বিলাসী…’, সুস্মিতের সঙ্গে প্রেম গুঞ্জনের মাঝেই, আবির রাঙা হয়ে কী লিখলেন উষসী

পোস্টে লেখা হয়েছে, ‘এটা না বললেই নয়, আমরা ‘ওয়ার ২’ -এর প্রোমোশন শুরু করার আগেই আপনারা ছবি নিয়ে এত উৎসাহী প্রকাশ করেছেন, যা দেখে আমরা সত্যি আপ্লুত... চলতি বছরের ১৪ অগস্ট বিশ্বব্যাপী নানা প্রেক্ষাগৃহে এই ছবি ঝড় তুলবে।'
আরও পড়ুন: সৃজিতের ‘কিলবিল সোসাইটি’র 'আনন্দ কর' এবার ‘মৃত্যুঞ্জয়’! কবে আসছে ছবি?
প্রসঙ্গত, ২০১২ সালে সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘এক থা টাইগার’ ছবির হাত ধরে যশ রাজ ফিল্মস তাদের স্পাই ইউনিভার্সের পথ চলা শুরু করেছিল। ছবিটি বিরাট ভাবে বাণিজিক্য সাফল্য পাওয়ায়, প্রযোজনা সংস্থা দুটি সিক্যুয়েল তৈরি করে। একটি হল ‘টাইগার জিন্দা হ্যায়’, এই ছবিটি ২০১৭ সালে মুক্তি পায়। আর একটি ছবি হল ‘টাইগার ৩’। এই ছবিটি ২০২৩ সালে মুক্তি পায়। তবে শুরু থেকেই স্পাই ইউনিভার্স তৈরির তেমন কোনও পরিকল্পনা ছিল না প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।
তারপর ২০১৯ সালে মুক্তি পায় টাইগার শ্রফ ও হৃতিক রোশন অভিনীত 'ওয়ার'। এরপর ২০২৩ সালে যখন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত 'পাঠান' মুক্তি পায়, তখন জানা যায় এই ছবিগুলো নিয়ে স্পাই ইউনিভার্স তৈরি হতে চলেছে।
এরপর 'ওয়ার ২' ছাড়াও এই স্পাই ইউনিভার্সে ব্যানারে আসবে শাহরুখ খানের ‘পাঠান ২’, সলমন ও শাহরুখ অভিনীত ‘টাইগার বনাম পাঠান’। তাছাড়াও প্রথম আসছে ‘আলফা’। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাট এবং শর্বরীকে। এটাই প্রথম মহিলা-পরিচালিত যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি হতে চলেছে।