শুধু বয়সটাই বাড়ছে, মন থেকে এখনও রঙিন ইন্টেরিয়র ডিজাইনার সুজান খান। হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী তিনি। আজ ৪৪-এ পা দিলেন সুজান। সকাল থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন।
এ দিন জন্মদিনের ছবি শেয়ার করে সুজান লেখেন, ‘বয়স বেড়ে যাওয়ার ভয়। আমি অল্পবয়সীই ভালো…. সংখ্যা নিয়ে খেলতে ভালোবাসি। মনে হল জীবন যেন সবেমাত্র শুরু হয়েছে। এই ট্রেন থামবে না এবং আমি যে জায়গায় আছি সেখান থেকে এক মিনিটের জন্যও বদলাবে না...। ধন্যবাদ জীবন, ধন্যবাদ আমাকে আমি কে তৈরি করার জন্য। সমস্ত ত্রুটি এবং দাগ নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে চলি।’ আরও পড়ুন: ‘আলতা ফড়িং’য়ে আসছেন বাংলার এক সময়কার ‘হাউসফুল’ ছবির অভিনেত্রী, কে বলুন তো
দুই ছেলের সঙ্গে ছবি শেয়ার করে তাঁর মন্তব্য, 'ধন্যবাদ Raystar এবং Ridzsky আমাকে তোমার মা হিসেবে বেছে নেওয়ার জন্য... এবং চিরকাল আমাকে 'আমি' হিসেবে রাখার জন্য।' আরও পড়ুন: দিওয়ালিতে ম্যাচিং পোশাকে নিক-প্রিয়াঙ্কা-মালতি, গ্ল্যামার চুঁইয়ে পড়ছে দেশি গার্লের