বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি যুক্ত না হলেও সুনীতা আহুজা এমন একজন মানুষ যিনি সবসময় সোশ্যাল মিডিয়ায় থাকেন সক্রিয়। গোবিন্দার স্ত্রী হওয়ার সুবাদে সুনীতাকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। নিজের ব্যক্তিগত জীবন হোক বা স্বামীর পেশাগত জীবন, সব সময় সবকিছু নিয়ে সোজাসাপটা কথা বলতেই ভালোবাসেন সুনীতা।
কিছুদিন আগেই স্বামীর নিম্নগামী কেরিয়ার নিয়ে মুখ খুলে ছিলেন গোবিন্দার স্ত্রী। যেখানে এখনও জ্যাকি শ্রফ, সুনীল শেট্টির মতো তারকারা কাজ করে চলেছেন, সেখানে এক সময় সুপারস্টার গোবিন্দা কেন কোন কাজ পাচ্ছেন না, সেই বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছিলেন সুনীতা।
আরও পড়ুন: 'আমাদের দুজনেরই প্রথম...', নবাব কন্যার সঙ্গে অদেখা ছবি পোস্ট অপরাজিতার
আরও পড়ুন: 'আমায় মা হিসেবে বেছে...', ছেলের ১৮ তম জন্মদিনে অদেখা ছবি পোস্ট রবিনার
এবার বিমানবন্দর থেকে এয়ারপোর্ট লুক পোস্ট করলেন সুনীতা। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের মোট ৩টে ছবি পোস্ট করেছেন। তিনি যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, তিনি একটি সাদা রঙের কুর্তি ও প্লাজো পরে দাঁড়িয়ে রয়েছেন। চোখে রয়েছে চশমা, হাতে ঘড়ি, এবং সঙ্গে লাগেজ।
ছবিটি পোস্ট করে সুনীতা লেখেন, ‘চলো কিছু নতুন শুরু করি।’ এরপর উড়ন্ত বিমানের একটি ইমোজি ক্যাপশনে দেন তিনি। কিন্তু কোথায় যাচ্ছেন সুনীতা? কোন নতুন পদক্ষেপের কথা বলছেন তিনি, তা স্পষ্ট করে জানা যায়নি এখনও।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি কিয়ারা, উপস্থিত গোটা পরিবার, শুভ সময় কি আসন্ন?
আরও পড়ুন: ৪ বছরেই রুটি বানিয়ে তাক লাগল ঈশান, গর্বিত নুসরত লিখলেন, ‘ছেলে মায়ের জন্য…’
তবে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় গুজব রটেছিল, গোবিন্দার থেকে আলাদা হয়ে যাবেন সুনীতা। তবে ব্যাপারটি কতটা সত্যি তা এখনও জানা যায়নি। কিন্তু এইভাবে এয়ারপোর্টে সুনীতার একা দাঁড়িয়ে থাকা বা নতুন পদক্ষেপের কথা উল্লেখ করায় কিছুটা চিন্তায় পরে গিয়েছেন অনুরাগীরা।