ঘরে ঘরে জি বাংলার টিম এদিন পৌঁছে গিয়েছিল অভিনেত্রী ঐন্দ্রিলা সাহার বাড়িতে। সেখানেই সংসারে তাঁর অবদানের কথা জানালেন তাঁর মা। আর কী বললেন তাঁর বাড়ির লোকজন?
আরও পড়ুন: 'ব্যক্তিত্ব লাগে বারণ করতে...' নিজেকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা, কঙ্গনার নিশানায় শাহরুখ - সলমনরা, কী হল হঠাৎ?
ঐন্দ্রিলার বাড়িতে ঘরে ঘরে জি বাংলা
এদিন ঐন্দ্রিলা সাহার বাড়িতে পৌঁছে গিয়েছিল ঘরে ঘরে জি বাংলা। সেখানে তাঁর মা জানান একটা সময় তাঁদের বাড়িতে কেবল মাত্র একটি মাত্র ঘর ছিল। বর্তমানে তাঁদের দোতলা বাড়ি। তাও সুন্দর করে সাজানো গোছানো। আর এসবই হয়েছে ঐন্দ্রিলার জন্য।
আরও পড়ুন: 'চলে এসো...' কলকাতার অলিগলিতে ফুটবল খেলতে মগ্ন অজয়, প্রকাশ্যে ময়দানের টিজার
আরও পড়ুন: অবিশ্বাস্য! মুনাওয়ারের বলে আউট ক্রিকেটের ঈশ্বর সচিন! ২ উইকেট নিলেন ক্যাপ্টেন অক্ষয়ও
ঐন্দ্রিলা সাহার কেরিয়ার শুরু হয় ডান্স বাংলা ডান্স থেকে। বর্তমানে তিনি একাধিক ধারাবাহিকে কাজ করছেন। নিজের একটি পরিচিতি তৈরি করেছেন। তিনি তাঁর আয়ের অনেকটাই তাঁর সংসারের জন্য খরচ করেন। সেই কথা প্রসঙ্গে তাঁর মা জানান, 'আমাদের একটা ঘর ছিল। এই যে সুন্দর বাড়ি, এটা ওর সাপোর্ট না থাকলে হতো না।'
ঐন্দ্রিলার একটি বোনও আছে। এদিন তাঁরা দুই বোন সঞ্চালিকা অপরাজিতা আঢ্যর সঙ্গে জমিয়ে নাচ করেন। তাঁদের এই পর্বের ক্লিপ প্রকাশ্যে আসতেই অনেকে তাঁর প্রশংসা করেছেন।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এই না হলে মেয়ে!' আরেকজন লেখেন, 'সত্যিই মেয়েটা খুবই ভালো। খুবই গুণী মেয়ে। ঈশ্বর ওঁর মঙ্গল করুন।'
আরও পড়ুন: রাজকীয় রিসেপশনে সাদা - কালো কম্বো, শ্রাবন্তী - শিবপ্রসাদ সহ আর এলেন কাঞ্চন - শ্রীময়ীর বৌভাতে?
আরও পড়ুন: ব্রেকআপের ঠিক পরই ‘এক থা টাইগার’ করতে গিয়ে অস্বস্তিতে পড়েন ক্যাটরিনা - সলমন! এতদিন পর ফাঁস সত্য
ঘরে ঘরে জি বাংলার প্রসঙ্গে
জি বাংলার এটি অন্যতম রিয়েলিটি শো। এটি প্রতিদিন বিকেল সাড়ে চারটে থেকে সম্প্রচারিত হয়। এটির সঞ্চালনা করেন অপরাজিতা আঢ্য এবং বিশ্বনাথ বসু। বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের জীবন যাপনের কথা উঠে আসে এখানে।