দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছিলেন গীতশ্রী রায়। সঙ্গে ছিলেন তাঁর ভাই। সেখানেই কথায় কথায় তাঁরা অভিনেত্রীর প্রেমিক প্রবীর রায়কে নিয়ে কথা বলেন। বাদ যায় না বিয়ের পর অভিনেত্রী কী করবেন সেই পরিকল্পনা জানাতে।
দিদি নম্বর ওয়ানে গীতশ্রী রায়
এদিন খেলতে এসে গীতশ্রীর ভাই জানান তাঁর দিদি এখন দারুণ খেলা ভক্ত হয়ে উঠেছে। বিশেষ করে ফুটবল। ইঙ্গিত দেন তাঁদের সম্পর্ক নিয়ে, যে প্রবীরের সঙ্গে সম্পর্ক হওয়ার পর তাঁর খেলা নিয়ে এত আগ্রহ জন্মেছে। অভিনেত্রীর ভাইয়ের কথায়, 'আমরা বাড়ির সবাই মোহনবাগান ছিলাম। আচমকাই দেখলাম সব বদলে এখন খুব হলুদের প্রতি প্রেম বেড়েছে। সব কিছুই হলুদ হলুদ। কেরালার খেলা থাকলেও মিস করে না। আর এমন করে যেন ও নিজে গিয়ে খেলোয়াড়দের কোচিং দিয়ে আসবে।'
আরও পড়ুন: 'এত কেন ভাবেন?' ফাইটারের ট্রেলারের বিরোধিতা করে সরব পাক তারকারা, সপাটে জবাব দিয়ে কী বললেন পরিচালক?
এদিন রচনা বন্দ্যোপাধ্যায় এরপর গীতশ্রীকে জিজ্ঞেস করেন বিয়ের পর কী করবেন তিনি? উত্তরে অভিনেত্রী জানান, 'ও যে দলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবে সেখানেই যাব।' এরপর রচনা মজা করে বলেন তিনি যেন ঝটপট মালায়লি ভাষা শিখে নেন কারণ প্রবীর বর্তমানে কেরালা দলের হয়ে খেলছেন।
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের পৃথ্বীরাজের মা এদিন আরও জানান, 'ও আমার সব থেকে বড় সাপোর্টার। আমিও তাই। ওকে পছন্দ কারণ ও ভীষণ সৎ। সহজে আপন করে নিতে জানেন।' জানান তাঁর বাবা মাও খুশি তাঁদের সম্পর্ক নিয়ে। তবে এখনই তাঁদের বিয়ের পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন।
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।