গত সপ্তাহান্তে নিজের ৫২তম জন্মদিন সেলিব্রেট করেছেন করণ জোহর। ইন্ডাস্ট্রির কাছের মানুষদের নিয়ে জমে উঠেছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’ পরিচালকের জন্মদিনের সেলিব্রেশন। পৌঁছেছিলেন ফারহা খান, অনিল কাপুর, কাজলরা। তবে দেখা মেলেনি অসুস্থ কিং খানের। আরও পড়ুন-রকি-রানির পর নতুন ছবির ঘোষণা পরিচালক করণের, শাহরুখ-কাজল ফিরবে জুটিতে? প্রশ্ন নেটপাড়ার
করণের জন্মদিনের আবহেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফারহা খান ও করণ জোহরের একটি ভিডিয়ো। রাতপোশাকে করণ, দুধ সাদা বিছানায় ফারহার সঙ্গে মাখামাখি! না, না ঘাবড়ে যাবেন না। ‘বার্থ ডে স্যুট’-এর বদলে জন্মদিনে ‘বাবা স্যুট’ পরা করণের সঙ্গে একটু মশকরা করেন ফারহা।
ভিডিয়োর শুরুতেই মজার ছলে ফারহা বলেন, ‘আজ করণের জন্মদিন, আমি এসেছি। ভাবছি ও নিশ্চয় বার্থ ডে স্যুটে রয়েছে।’ কিন্তু চাদর টেনে খুলতেই অবাক ফারহা। কালো রঙা রাতপোশাকে বিছানায় অর্ধেক শুয়ে রয়েছেন ধর্মা কর্ণধার। পায়ে সাদা রঙা স্নিকার্স! করণ তো বলেই ফেললেন, ‘ভাবতেও পারছি না জন্মদিনের পার্টিতে আমি তোমার সঙ্গে এক বিছানায়’।