
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বড়দিনের মরশুমেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন আরবাজ খান। বড় ভাই সলমন একবারও বিয়ের পিঁড়িতে না বসলেও, মেজো ভাই বিয়ে করে নিলেন দ্বিতীয়বার। মালাইকা আরোরা-র সঙ্গে ডিভোর্সের পর বিদেশি সুন্দরী জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেম সম্পর্কে জড়ান আরবাজ। দুজনে দীর্ঘসময় লিভ ইনও করেন। তবে চলতি বছরের শুরু থেকেই দুজনের বিচ্ছেদের খবর মিলছিল। আর ডিসেম্বরে বিয়ের কদিন আগে হঠাৎই মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গে সম্পর্কের কথা সামনে আসে। আর তারপরই দেখা যায় বসে পড়লেন বিয়ের পিঁড়িতে।
আরবাজ বিয়ে করেন বাবা-মা সেলিম এবং সালমা খানের উপস্থিতিতে। এছাড়াও ছিলেন সলমন খান, সোহেল খান, অর্পিতা খান, আলভিরা খান অগ্নিহোত্রী, আয়ুশ শর্মা এবং আরহান খানরা। মুম্বইয়ে অর্পিতার বাড়িতেই অনুষ্ঠিত হয় নিকাহ-র অনুষ্ঠান।
আরবাজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন বাবা সেলিম সম্প্রতি। ছেলে তাঁর সঙ্গে ফের সংসার করা নিয়ে অনুমতি চেয়েছিলেন কি না প্রশ্ন করা হলে প্রবীন চিত্রনাট্যকর বলেন, ‘ওরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আমার মতে এটা কোনও অপরাধই নয়। আমি বর ও কনেকে আশীর্বাদও করেছি।’
আর আরবাজের বিয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা প্রসঙ্গে সেলিম বলে ওঠেন, ‘ওসবের দরকারই নেই। আরবাজ তরুণ, শিক্ষিত এবং পরিণত এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। আরবাজ যদি খুশি হয় তাহলে আর কিছুই যায় আসে না।’
সেলিম বলেন, আরবাজ তাঁকে জানিয়েছিলেন যে তিনি বিয়ে করতে যাচ্ছেন। তিনি কখনোই ছেলেদের জীবনে হস্তক্ষেপ করতে চাননি। কারণ, তাঁর বিশ্বাস সেটি কারও জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে।
আরবাজ ও সুরা ইতিমধ্যেই বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। পরিবারের সদস্যদের সঙ্গে ছবিও শেয়ার করেছেন আরবাজ।
খবর অনুযায়ী, আসন্ন সিনেমা পাটনা শুক্লার সেটে আরবাজ ও সুরার দেখা হয়েছিল। আরবাজ এর আগে মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন। তবে দীর্ঘ বিবাহিত জীবনের শেষে ২০১৬ সালে আলাদা হয়ে যান এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। তাদের একমাত্র ছেলে আরহান খানের কারণে মাঝেমাঝেই দুজনকে পাওয়া যায় একসঙ্গে। ডিভোর্সের পরেও মা-বাবার দায়িত্ব করে আসছেন পালন। আরবাজ ডেট করে জর্জিয়া-র সঙ্গে। কিন্তু দুজনেই গত বছর ছেড়ে দেন একে-অপরকে।
নব-দম্পতি আরবাজ আর সুরাকে শুভেচ্ছা জানিয়েছে গোটা বলিউড।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports