সেটা ২০০০ সাল। মধ্যে পঁচিশ পেরিয়েই প্রথম বার ছাদনাতলায় বসেছিলেন পরিচালক-অভিনেতা ফারহান আখতার। বয়সে তাঁর থেকে বছর ছয়েকের বড় জনপ্রিয় তারকা হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে সংসার পেতেছিলেন তিনি। তাঁদের দুই কন্যাও রয়েছে, শাকিয়া আখতার এবং আকিরা আখতার। ২০১৭ সালে বিয়ে ভাঙে ফারহান-অধুনার।
সম্প্রতি ফের একবার সংসার পাতলেন ফারহান। পাত্রী অভিনেত্রী-মডেল শিবানী ডান্ডেকর।গত সপ্তাহেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। ১৯ ফেব্রুয়ারিতে তাঁদের সেই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন ফারহানের দুই সন্তানও। ফারহানের এই দ্বিতীয়বার সংসার পাতা নিয়ে তাঁর প্রাক্তন স্ত্রী কিংবা তাঁদের সন্তানদের বিন্দুমাত্র অসুবিধে না থাকলেও স্বেচ্ছায় বিচারকের আসনে বসে পড়েছেন একদল নীতি পুলিশ। ফারহানকে নিয়ে দেদার কুমন্তব্যঃ থেকে কটাক্ষ করা তো চলছেই, পাশাপাশি অধুনার পোস্টেও ফারহান এবং তাঁর সম্পর্কের কথা তুলে আনা হচ্ছে। এমনকি শিবানীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনেও জুড়ে দেওয়া হচ্ছে তাঁর নাম। কথা শোনানো হচ্ছে তাঁকে। শেষপর্যন্ত এবার মুখ খুললেন অধুনা।

তিনি যে ভীষণ বিরক্ত তা স্পষ্ট হয়েছে তাঁর করা একটি পোস্টেই। তবে সরাসরি এই বিষয়টির কথা না তুলে বুদ্ধিদীপ্তভাবে এবং বেশ মজার ছলেই নীতিবাগীশের দলকে সতর্কবাণী দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করলেন অধুনা। গোটা গোটা অক্ষরে ইংরেজিতে তিনি কয়েকটি কথা লিখেছেন, যার বাংলা তরজমা করলে দাঁড়ায় ‘যাঁরা ট্রোল করছেন, তাঁদের বলি, এখানে পজিটিভ কথা না লিখলে সঙ্গে সঙ্গে ব্লক করে দেব আমি।’ লেখার নীচে জুড়েছেন একটি কার্টুন। দেখা যাচ্ছে এক ব্যক্তি মনের আনন্দে বেপরোয়াভাবে হাত পা ছুড়ে দিব্যি নাচছে।
অধুনার এই মজার পোস্ট দেখেই কমেন্ট বক্সে মজার ছলে প্রীতি জিন্টা লিখলেন, ‘কেবল যাঁরা কোভিড পজিটিভ, তাঁদের বাদ দেওয়া হবে না নিশ্চয়ই।’ প্রীতির এই কমেন্ট যে টিনার বেশ পছন্দ হয়েছে তা হাসির রিয়্যাক্টের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন অধুনা।