ভরা বর্ষায় টলিউডে যেন বিচ্ছেদের ঢেউ উঠেছে! যিশু-নীলাঞ্জনার ২০ বছরের দাম্পত্যে চিড় ধরা গুঞ্জন, অর্জুন-শ্রীজার সুখী গৃহকোণে ফাটলের ফিসফিসানির মাঝেই কানে আসছে আরও একটা চর্চা। তিন বছরের বিয়ে ভাঙছে ‘গঙ্গারাম’ নায়িকার।
যদিও সোহিনীর বিয়ে ভাঙার চর্চা নতুন নয়। গত বছরের মাঝামাঝি সময়েও স্বামী কল্লোল চৌধুরীর সঙ্গে সোহিনীর ডিভোর্সের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। সেইসময় অবশ্য সেই খবর হেসে উড়িয়েছিলেন নায়িকা। এই মুহূর্তে সান বাংলার ‘দ্বিতীয় বসন্ত’ ধারাবাহিকে অভিনয় করছেন সোহিনী। দু-দিন আগেই ছিল তাঁর জন্মদিন। আশ্চর্যজনকভাবে সোহিনীর জন্মদিনের পার্টিতে দেখা মিলল না স্বামীর। এখানেই শেষ নয়, সোহিনীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অদ্ভূত পোস্ট করলেন কল্লোল। অথচ সেই পোস্ট প্রতিক্রিয়া দিলেন না সোহিনী।
ইনস্টাগ্রামে ইতিমধ্যেই কল্লোলকে আনফলো করেছেন সোহিনী, মুছে দিয়েছেন একান্তে কাটানো মুহূর্তও। যদিও সোহিনীর ফেসবুকের দেওয়ালে এখনও জ্বলজ্বল করছে কল্লোলের সঙ্গে কাটানো রোম্যান্টিক মুহূর্তরা। ৩রা ফেব্রুয়ারি বিয়ের তিন নম্বর জন্মদিনে স্বামীর সঙ্গে শেষ ছবি পোস্ট করেছিলেন সোহিনী। বিচ্ছেদ জল্পনা নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে প্রশ্ন রাখা হলে সোহিনী বললেন, ‘আমি এই নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। বলতে পারেন, আমার পক্ষে কথা বলা সম্ভবপর নয়’।
সোহিনীর ব্যবসায়ী স্বামী নায়িকার জন্মদিনে পুরোনো একটি ছবি পোস্ট করে লেখেন, ‘হ্যাপি বার্থ ডে (সরি)’। বউয়ের কাছে কেন ক্ষমা চাইলেন তিনি? জবাব মেলেনি।
জন্মদিন কেমন কাটলো? সোহিনী জানালেন, ‘জন্মদিনটা বন্ধুদের সঙ্গে কাটিয়েছি। খুব ভালো সময় কাটলো। দ্বিতীয় বসন্তও খুব ভালোবাসা পাচ্ছে, টাচহুড, যতটা আশা করেছিলাম তার চেয়ে বেশি সাড়া পাচ্ছি। আপতত কাজের মধ্যে আছি, কাজে ডুবে আছি'।
বছর খানেক যখন বিচ্ছেদের জল্পনা মাথাচাড়া দিয়েছিল, তখন সোহিনী জোর গলায় বলেছিলেন, ‘ডিভোর্স যে হচ্ছে না, সেটা হলফ করে বলতে পারি।’ এবার তেমন কোনও আশ্বাসবাণী পাওয়া গেল না নায়িকার তরফে।
টেলিপাড়ার অতি-পরিচিত মুখ সোহিনী। স্টার জলসার ‘ময়ূরপঙ্খী’ সিরিয়ালে লিড চরিত্রে দেখা মিলেছিল সোহিনীর,কাজ করেছেন ‘রেশম ঝাঁপি’ সিরিয়ালেও। ‘গঙ্গারাম’-এর টায়রা হিসাবে ব্য়াপক জনপ্রিয়তা পান অভিনেত্রী। ‘গঙ্গারাম’-এর শ্যুটিং সামলেই ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বেঁধেছিলেন সোহিনী। মাত্র তিনমাসের পরিচয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সোহিনী-কল্লোল। তিন বছরের দাম্পত্যে কি সত্যি ইতি টেনেছেন তাঁরা? নাকি এটা সাময়িক মন কষাকষি? উত্তরের অপেক্ষায় সকলেই!