Tunte New Hero: শুক্রবার থেকে বদলে যাচ্ছে তুঁতে-র সম্প্রচার সময়। আর নতুন সময়ে বিরাট চমক জলসার এই মেগার গল্পে। তুঁতের জীবনে নতুন নায়কের এন্ট্রি। ছোটপর্দায় ফিরলেন গৌরব।
হ্যাঁ, নতুন সময়ে বদলে যাচ্ছে তুঁতের গল্প। গত জুন মাসে গাঁটছড়ার স্লটে শুরু হয়েছিল এই মেগা। আর গাঁটছড়া শেষ হতে সেই স্লটেই (রাত সাড়ে ১০টা) ঠেলে দেওয়া হয়েছে দীপান্বিতা রক্ষিত অভিনীত এই মেগা সিরিয়ালকে। ১৫ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে সাহেব-সুস্মিতার ‘কথা’। সন্ধ্যা ৭টার স্লট দখল করেছে সেই সিরিয়াল।
প্রোমোর শুরুতেই দেখা গেল গঙ্গায় রঙ্গনের অস্থি বিসর্জন করছে তাঁর বিধবা তুঁতে। মনে মনে তাঁর শপথ, ‘আপনার খুনিদের শাস্তি হবেই রঙ্গনবাবু।’ সেইসময়ই গঙ্গায় তর্পন সেরে সাদা ধুতিতে উঠে আসে সিরিয়ালের নতুন নায়ক গৌরব মণ্ডল অর্থাৎ বাংলা টেলিভিশনের শ্রীকৃষ্ণ।
তুঁতে-তে আইপিএস সিদ্ধার্থের চরিত্রে দেখা যাবে গৌরবকে। এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা জানালেন, ‘খুব ভালো লাগছে। ভীষণ ইন্টারেস্টিং একটা চরিত্র, কাজটা করতে পেরে উত্তেজিত’। এর চেয়ে বেশি কিছু ভাঙলেন না অভিনেতা।