
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
তুঁতে সিরিয়ালের ভক্তদের জন্য বিরাট ধাক্কা! স্টার জলসার এই মেগায় আর দেখা যাবে না লিড হিরো সৈয়দ আরেফিনকে, এমনটাই জল্পনা টেলিপাড়ায়। বুধবার সামনে এসেছে তুঁতে-র নতুন প্রোমো যা দেখে চক্ষু চড়কগাছ অনুরাগীদের। আরও পড়ুন-বিগ বসের ঘরের বিয়ে ভাঙে দু-মাসে! এবার পাইলট প্রেমিকের সঙ্গে ব্রেকআপ সারার
আরও পড়ুন-আগামিকাল বিয়ের পিঁড়িতে সৌরভ-দর্শনা, হয়ে গেল আর্শীবাদ! কেমন সাজল হবু বর-কনে?
হ্যাঁ, নতুন সময়ে বদলে যাচ্ছে তুঁতের গল্প। গত জুন মাসে গাঁটছড়ার স্লটে শুরু হয়েছিল এই মেগা। আর গাঁটছড়া শেষ হতে সেই স্লটেই (রাত সাড়ে ১০টা) ঠেলে দেওয়া হয়েছে দীপান্বিতা রক্ষিত অভিনীত এই মেগা সিরিয়ালকে। ১৫ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে সাহেব-সুস্মিতার ‘কথা’। সন্ধ্যা ৭টার স্লট দখল করেছে সেই সিরিয়াল।
প্রোমোর শুরুতেই দেখা গেল গঙ্গায় রঙ্গনের অস্থি বিসর্জন করছে তাঁর বিধবা তুঁতে। মনে মনে তাঁর শপথ, ‘আপনার খুনিদের শাস্তি হবেই রঙ্গনবাবু।’ সেইসময়ই গঙ্গায় তর্পন সেরে সাদা ধুতিতে উঠে আসে সিরিয়ালের নতুন নায়ক গৌরব মণ্ডল অর্থাৎ বাংলা টেলিভিশনের শ্রীকৃষ্ণ।
তুঁতে-তে আইপিএস সিদ্ধার্থের চরিত্রে দেখা যাবে গৌরবকে। এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা জানালেন, ‘খুব ভালো লাগছে। ভীষণ ইন্টারেস্টিং একটা চরিত্র, কাজটা করতে পেরে উত্তেজিত’। এর চেয়ে বেশি কিছু ভাঙলেন না অভিনেতা।
সিরিয়ালে নায়ক বদল এখন নতুন কোনও ঘটনা নয়। গৌরবকে ফের জলসার পর্দায় দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। একজন লেখেন- ‘চমক এটাকেই বলে। আমার ক্রাশকে দেখে ভালো লাগছে’। অন্যদিকে রঙ্গনের ভক্তদের একটু মন খারাপ, আরেফিন না থাকলে সিরিয়াল না দেখার শপথ নিচ্ছেন তাঁরা।
গরীব পরিবারের সাধারণ মেয়ের ডিজাইনার হওয়ার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তুঁতে। স্বপ্নপূরণের জেদ পরিচারিকার কাজ করতেও বাধ্য করিয়েছিল তুঁতেকে। তবু হার মানেনি সে। ঘাত-প্রতিঘাত পেরিয়ে কলকাতার নামী ফ্যাশন হাউসের মালিক রঙ্গনের ঘরনী হয় তুঁতে। দীপান্বিতা-আরেফিনের রসায়ন শুরু থেকেই মন কেড়েছে দর্শকদের।
‘ইরাবতীর চুপকথা’ থেকে লাইমলাইটে উঠে আসেন আরেফিন। এরপর জলসারই ‘খেলাঘর’ ধারাবাহিকে শান্টু গুণ্ডার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ সিরিয়ালের জন্যই খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন গৌরব। ‘পাণ্ডব গোয়েন্দা’তেও কাজ করেছেন তিনি। গৌরবকে শেষ দেখা গিয়েছে সান বাংলা-র সিরিয়াল ‘নয়নতারা’য়। বেশ কয়েকমাস বিরতির পর ফিরলেন তিনি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports