
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
মাত্র কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে চিরসখা। এক অন্যরকম প্রেম, বন্ধুত্ব, সম্পর্কের কাহিনি ফুটে উঠছে এই মেগায়। আর সেখানে অপরাজিতা ঘোষ দাসের চিরসখা হিসেবে ধরা দিয়েছেন সুদীপ মুখোপাধ্যায়। খলনায়কের খোলস থেকে বেরিয়ে একেবারে অন্যরকম চরিত্র করছেন তিনি। আর এদিন তাঁর সেই কাজ, অভিনয়ের জন্য প্রশংসা করলেন খোদ দুলাল লাহিড়ি। তারিফে কী লিখলেন বর্ষীয়ান অভিনেতা?
আরও পড়ুন: আইপিএল শুরুর আগে রমণদীপকে বাঙালিদের মন জেতার টিপস মিস দত্তর! ঘুষ হিসেবে চাইলেন কী?
আরও পড়ুন: 'অপর্ণা সেন সেরমভাবে কি একজন তারকা?' মাকে নিয়ে হঠাৎ কেন এমন বললেন কঙ্কনা?
এদিন সুদীপ মুখোপাধ্যায় হোয়াটসঅ্যাপের একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন। সেখানেই দেখা যাচ্ছে চিরসখার জন্য তাঁর প্রশংসা করেছেন খোদ দুলাল লাহিড়ি। সুদীপের তারিফ করে বর্ষীয়ান অভিনেতা লেখেন, 'চিরসখায় দুর্দান্ত অভিনয় করছ। খুব ভালো। যত এপিসোড এগোচ্ছে তত ভালো হচ্ছে। আরেকটা গানের ওপারে হতে চলেছে। বা তার থেকেও ভালো হবে।' এমন প্রশংসা পেয়ে সিনিয়রকে ধন্যবাদ জানান সুদীপ। প্রত্যুত্তরে দুলাল লাহিড়ি ফের লেখেন, 'অন্তর থেকে আশীর্বাদ করি একজন বুদ্ধিমান অভিনেতা হতে পারবি। এ সুযোগ জীবনে বারবার আসে না। আশা করি সেই সুযোগটা তুই একজন বিচক্ষণ মানুষ হিসেবে বুঝতে পারবেন।'
এদিন দুলাল লাহিড়ির এই প্রশংসা বাণী সুদীপ মুখোপাধ্যায় ফেসবুকের পাতায় শেয়ার করে লেখেন, 'শ্রদ্ধেয় শ্রী দুলাল লাহিড়ির কাছ থেকে এই মেসেজ পেয়ে আমি আপ্লুত। ধন্যবাদ লীনাদি, ধন্যবাদ স্টার জলসা, ধন্যবাদ সকল দর্শকবৃন্দকে যাঁরা চিরসখা দেখছেন, ভালোবাসছেন, উৎসাহ দিচ্ছেন। আমি কৃতজ্ঞ।'
এদিন এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে বহু দর্শকরা নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'একঘেয়ে চরিত্র নিয়ে কাজ করতে করতে একজন অভিনেতার যে কষ্টটা হয় সেই কষ্ট থেকে মুক্তি, নিজেকে অন্য ভাবে ভাঙতে না পারার আক্ষেপ থেকে মুক্তি, বা টাইপকাস্ট থেকে মুক্তি পেলে একজন অভিনেতার যে আত্মতুষ্টি হয় তা কেবল একজন শিল্পীই বোঝে, পরিবর্তন দরকার, দৃষ্টিভঙ্গির বদলের দরকার, সৃজন দরকার তবেই ভালো কিছুর সৃষ্টি হয়। চিরসখা এমনই একটা মাইলস্টোন।' আরেকজন লেখেন, 'সত্যিই খুব সুন্দর অভিনয় করছেন, দাদা।' তৃতীয়জনের মতে, 'সত্যিই চিরসখাতে আপনার উপস্থিতি অন্য মাত্রা দিয়েছে সিরিয়ালটাকে । অভিনয় সব সময়েই অত্যন্ত বলিষ্ঠ।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'আমার তো ভীষণ ভাবে রবি ঠাকুর আর কাদম্বরী বৌঠানের কথা মনে পরে যায় চিরসখা দেখতে দেখতে। অদ্ভুত সুন্দর একটা মিষ্টি সম্পর্ক।' কেউ আবার লেখেন, 'চিরসখা নিঃসন্দেহে সুদীপ মুখোপাধ্যায়কে ভিলেন রোল থেকে মুক্তি দিয়েছে। যা সেই অঞ্জন চৌধুরীর এরাও শত্রু থেকে শুরু হয়েছিল। এই সিরিয়ালের প্রাণ স্বতন্ত্র। নায়কোচিত এ মুক্তি খুব দরকার ছিল। তবে গানের ওপারের সফিস্টিকেশন চিরসখার নেই। তখন সিরিয়ালে এক পেশে ভাবে ঝগড়া কত রকম ভাবে করা যায় দেখানো হতো না। যৌথ পরিবারের সফিস্টিকেশন একতা এখনকার সিরিয়ালে সেগুড়ে বালি। টিআরপি কলহতেই। গানের ওপারের বেশি সফিস্টিকেশন ছিল বলেই চলেনি। রবি ওঝা, ঋতুপর্ণ ঘোষ সহজে আসে না।'
আরও পড়ুন: রচনার পর ভোটের ময়দানে ফের একগুচ্ছ টলি তারকা? বিধানসভায় তৃণমূলের হয়ে লড়বেন ঋত্বিকা-সৌমিতৃষা?
প্রসঙ্গত চিরসখা ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রাত নয়টা থেকে দেখা যায়।
৳7,777 IPL 2025 Sports Bonus