সই-সাবুদ করে বিয়ের পর ঘরোয়া আয়োজনে স্ত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দিলেন স্নেহাশিস। অর্পিতার হাত ধরে শুরু করলেন নতুন পথচলা। রবিবার দুপুরে এই দৃশ্যের সাক্ষী থাকল স্নেহাশিস-অর্পিতার ঘনিষ্ঠ বন্ধুরা। বেহালার ডায়মন্ড প্লাজা অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে এদিন হইচই। কিন্তু কোথাউ দেখা মিলল না সৌরভ-ডোনার। আরও পড়ুন-পরকীয়া, লিভ ইন পেরিয়ে ৫৯-তে ২য় বার গাঁটছড়া! সামনে এল স্নেহাশিস-অর্পিতার বিয়ের প্রথম ছবি
তাঁরা এই বিয়েতে হাজির থাকবেন না এমনটা আগেই জানা গিয়েছিল। জল্পনাই সত্যি হল। ডোনা এদিন কলকাতাতেই ছিলেন, তবুও ভাসুরের খুশিতে সামিল হননি। অন্যদিকে শহরে না থাকে দাদা বিয়ে এড়ালেন সৌরভ। ওদিকে শারীরিক অসুস্থতার জেরে সৌরভ-স্নেহাশিসের মা নিরূপা গঙ্গোপাধ্যায় বিয়েতে ছিলেন না। কিন্তু সত্যি কি কাজের ব্যস্ততার জেরেই মহারাজ স্নেহাশিসের বিয়েতে হাজির হননি? নিন্দকদের কেউ কেউ অবশ্য বলছেন অন্য কথা।
ডোনা রবিবার কলকাতা ছিলেন, সেই খবরে সিলমোহর দিয়েছেন সৌরভ ঘরণী নিজেই। মেয়ে সানার সঙ্গে দেখা করে ইতিমধ্যেই লন্ডন থেকে ফিরেছেন ডোনা। রবিবার ছিল গুরুপূর্ণিমা। আর গুরুপূর্ণিমার দিনে দীক্ষামঞ্জরী পরিবারকে নিয়েই সময় কাটালেন ডোনা। ছাত্রছাত্রীদের মাঝে হাসিমুখে দেখা মিলল তাঁর।
লাল-কালো পাড় সাদা শাড়িতে সেজে সৌরভ ঘরণী। এদিন গুরুপূর্ণিমা উপলক্ষ্যে দীক্ষামঞ্জরীতে পারফর্ম করল ডোনার ছাত্রছাত্রীরা। রথের সময়টা কলকাতায় থাকতে পারেননি নৃত্যশিল্পী, এই দিনটা পরিবার নয় বরং ছাত্রছাত্রীদের সমপর্ণ করলেন গুরমা ডোনা।
খবর, মঙ্গলবার কলকাতায় ফিরবেন সৌরভ। নিন্দকদের মতে ব্যবসায়িক কারণেই স্নেহাশিসের বিয়ে এড়িয়েছেন মহারাজ। আসলে, স্নেহাশিসের বর্তমান স্ত্রী অর্পিতা বছর খানেক আগেও ছিলেন অর্পিতা বণিক। অজন্তা স্যু কোম্পানির কর্ণধার সুব্রত বণিকের স্ত্রী, এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ। অর্পিতা এখন সুব্রতকে ছেড়ে স্নেহাশিসের হাত ধরেছেন। তবে সৌরভ কিন্তু ওই জুতোর সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। সেই কারণেই কি দাদার বিয়েতে দেখা মিলল না তাঁর? উঠছে প্রশ্ন!
৭ অগস্ট কলকাতার এক সাততারা হোটেলে বসছে অর্পিতা-স্নেহাশিসের রিসেপশন। আশ্চর্যজনকভাবে কার্ডে আমন্ত্রণকারী হিসাবে নাম রয়েছে সৌরভ ও ডোনার। সৌরভকে না জানিয়েই এমনটা করা হয়েছে বলে খবর, কেউ কেউ বলছেন ওইদিনের অনুষ্ঠানও নাকি এড়িয়ে যেতে পারেন সৌরভ-ডোনা।
এর আগে ধ্রুপদী নৃত্যশিল্পী মম গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছিলেন স্নেহাশিস। তাঁদের একমাত্র কন্যা সন্তান স্নেহা আপাতত আমেরিকায় থাকে। বাবার বিয়েতে দেখা মেলেনি তাঁর। খবর, শুরুতে এই বিয়েতে রাজি ছিল না স্নেহা, পরে অবশ্য মত দিয়েছে। গত বছরই মম যৌন নির্যাতনের বিস্ফোরক অভিযোগ এনেছিলেন স্নেহাশিসের নামে। এখন অবশ্য সে-সব অতীত। ডিভোর্সের পর অর্পিতার হাত ধরলেন স্নেহাশিস। যদিও এই বিয়ে নিয়ে গঙ্গোপাধ্যায় পরিবারের সকলে খুশি, এমনটা এখনই বলা যাচ্ছে না।