অভিনেতা দেবলীনা ভট্টাচার্য হিন্দু ব্রাহ্মণ হয়ে একজন মুসলিমকে বিয়ে করা নিয়ে কম কটাক্ষ হয়নি। সোশ্যাল মিডিয়ায় অনবরত ট্রোল হয়েছিলেন গোপী বহু। দিনকয়েক আগে তিনি জানিয়েছিলেন স্বামী শানওয়াজ শেখের সঙ্গে বসে একসঙ্গে তাঁরা ‘দ্য কেরালা স্টোরি’ দেখেছেন। এরপর টুইটারে একজন তাঁকে ‘লাভ জিহাদ’ তুলে খোঁটা দেয়। আর তার জবাবে অভিনেত্রী তাঁর স্বামীকে ‘প্রকৃত ভারতীয় মুসলমান’ বলে অভিহিত করেছেন।
ডানপন্থী নেতা সাধ্বী প্রাচি উত্তরাখণ্ডের হরিদ্বারে ‘দ্য কেরালা স্টোরি’র স্ক্রিনিংয়ের ছবি পোস্ট করেছিলেন। তিনি লিখেছেন, ‘দ্য কেরালা স্টোরি হরিদ্বারের মেয়েদের বিনামূল্যে দেখানো হয়েছিল’। মন্তব্য বিভাগে কেউ দেবলীনা আর তাঁর স্বামী শানওয়াজ শেখ-কে ট্যাগ করে। সেই গুগল ব্যবহারকারী মন্তব্য করেন, যা গুগল অনুবাদ অনুসারে ‘লাভ জিহাদ এমনই’।
এর জবাবে দেবলীনা ভট্টাচার্য টুইট করেছেন, ‘ফিল্ম স্ক্রিনিংয়ে আমাকে আমন্ত্রণ জানানোর দরকার ছিল না কারণ আমি এবং আমার স্বামী এটি ইতিমধ্যেই দেখেছি এবং আমরা দুজনেই এটি খুব পছন্দ করেছি। আপনি কী শুনেছেন? একজন সত্যিকারের ভারতীয় মুসলমান সম্পর্কে? আমার স্বামী তাদের মধ্যে একজন যিনি অন্যায় জিনিসের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন এবং আমাদের দুজনেরই সে সাহস আছে।’