বাংলা নিউজ > বায়োস্কোপ > Khadan: হাতে কাটারি, চোখে-মুখে যন্ত্রণার ছাপ, প্রকাশ্যে স্নেহার খাদানের লুক! কোন চরিত্রে দেখা যাবে নায়িকাকে?
পরবর্তী খবর
Khadan: হাতে কাটারি, চোখে-মুখে যন্ত্রণার ছাপ, প্রকাশ্যে স্নেহার খাদানের লুক! কোন চরিত্রে দেখা যাবে নায়িকাকে?
1 মিনিটে পড়ুন Updated: 21 Nov 2024, 03:09 PM ISTSubhasmita Kanji
Khadan: এই শীতে ধুন্ধুমার অ্যাকশন নিয়ে আসছে খাদান। আর তারই আগে টুকটুক করে প্রকাশ্যে আসছে ছবিতে থাকা অভিনেতা, অভিনেত্রীদের লুক। ইতিমধ্যেই অনির্বাণ চক্রবর্তী এবং বরখা বিস্তের লুক প্রকাশ্যে এসেছে। এবার এদিন প্রকাশ্যে এল স্নেহা বসুর চরিত্রের লুক।
Ad
প্রকাশ্যে স্নেহার খাদানের লুক!
এই শীতে ধুন্ধুমার অ্যাকশন নিয়ে আসছে খাদান। আর তারই আগে টুকটুক করে প্রকাশ্যে আসছে ছবিতে থাকা অভিনেতা, অভিনেত্রীদের লুক। ইতিমধ্যেই অনির্বাণ চক্রবর্তী এবং বরখা বিস্তের লুক প্রকাশ্যে এসেছে। এবার এদিন প্রকাশ্যে এল স্নেহা বসুর চরিত্রের লুক।
দেব এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং সুরিন্দর ফিল্মসের তরফে এদিন যে চরিত্র পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ছাপার শাড়ি পরে কাটারি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন স্নেহা। চোখে মুখে লেগে যন্ত্রণা, কষ্টের ছাপ। এই পোস্টার পোস্ট করে এদিন জানানো হয় এই ছবিতে অভিনেত্রীর চরিত্রের নাম হবে রেখা।
পোস্টারের ক্যাপশনে লেখা হয়, 'কোনও কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। রেখার সঙ্গে আলাপ করুন। ভালো মনের মানুষ, কিন্তু অন্তর ভরা সাহস। অন্ধকারের মধ্যেও যার সম্মান, ভালোবাসা চমকায়। নিজের প্রিয়জনদের যে সবসময় আগলে রাখে যখন অন্ধকার সময় ঘনায়।'
স্নেহা ছড়াও সদ্যই এই ছবি থেকে প্রকাশ্যে এসেছে অনির্বাণ চক্রবর্তী এবং বরখা বিস্তের লুক। নিজের চরিত্রের পোস্টার শেয়ার করে অনির্বাণ লিখেছেন, 'সাহসের দীপ, ন্যায়ের গান, হৃদয়ে সোনা, শক্তিতে অটল প্রাণ। মান্ডির সঙ্গে আলাপ করুন। আদিবাসীদের নির্ভীক নেতা যাঁর হৃদয় সোনার মতো। দৃপ্ত, শক্তিশালী। খাদানের দুনিয়ায় ন্যায় এবং সততার শক্তির প্রতীক সে।' বলাই বাহুল্য এখানে তাঁর চরিত্রের নাম মান্ডি, যে কিনা আদিবাসী নেতা। অন্যদিকে দেব বরখার চরিত্রের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে লেখেন, 'সাহস যার শক্তি, বুদ্ধি যার বল। যমুনার সঙ্গে আলাপ করুন। একজন নির্ভীক মেয়ে যে স্বপ্ন দেখে এবং পরিবারের পাশে দাঁড়িয়েছে। চিন্তা ভাবনাও অত্যন্ত পরিণত, অদম্য জেদ আছে। নিজের তো বটেই নিজের প্রিয়জনদের উন্নতি করতে সবসময় চেষ্টা করে। তাঁদের সাহস জোগায়। লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা করে।'
আগামী ২০ ডিসেম্বর ঠিক বড়দিনের মুখে মুক্তি পাবে খাদান ছবিটি। এই ছবিটির পরিচালনা করেছেন সুজিত দত্ত। দেবের সঙ্গে এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্টের প্রযোজনায় আসছে ছবিটি।