লাল পেড়ে সাদা শাড়ি, খোলা চুল, হালকা মেক-আপ, হাসি মুখ- আউটডোর শ্যুটিংয়ে এই অবতারেই লেন্সবন্দি হলেন শ্রতি দাস, মানের ‘দেশের মাটি’র নোয়া। ছবিতে দেখা যাচ্ছে শেষ মুহূর্তের মেক-আপ ঝালিয়ে নিচ্ছে রাজাদা (রাহুল) আর অবাক চোখে রাজাদাকে দেখছে শ্রুতির অনস্ক্রিন বর কিয়ান (দিব্যজ্যোতি দত্ত)। এই ছবির ক্যাপশনে শ্রুতি লেখেন, ‘আউটডোর ? রোদ? ঘাম? শরীর খারাপ? সামনে ক্যামেরা দেখলে পোজ দিতে হয় নয়ত পাপ হয়’।
এই মিষ্টি ছবি দেখলে আপনি একবিন্দুও আঁচ করতে পারবেন না হাসিমুখে ক্যামেরায় লেন্সবন্দি অভিনেত্রীর গা পুড়ে যাচ্ছে জ্বরে। প্রায় ১০১ ডিগ্রী জ্বর নিয়েই মঙ্গলবার দেশের মাটির শ্যুটিং সারলেন শ্রুতি। সে কথা অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে ফাঁস করেছেন তাঁর সহকর্মী, বন্ধুরা।
শ্রুতির এক বন্ধু কমেন্ট বক্সে লেখেন, '১০১ জ্বর আর ওরকম ঠাণ্ডা লাগা! তোকে অনেক ভালোবাসা শ্রুতি'। দেশের মাটি পরিবারের অন্যতম অংশ, অভিনেত্রী পায়েল দেও পেশার প্রতি শ্রুতির এই নিষ্ঠাকে স্যালুট জানিয়েছেন। ডোডোর স্ত্রী উজ্জয়িনী লেখেন, ‘শুধু আমরাই জানি তুই কী যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছিস… ভগবান তোকে ভালো রাখুক… এইভাবেই আরও ভালো কাজ কর!’

পায়েলের এই ভালোবাসার জবাবে শ্রুতি পালটা লেখেন, ‘আই লাভ ইউ পায়েলদি… ভীষণ শরীর খারাপ করে গিয়েছিল, তবে এখন ভালো আছি’। স্বরূপনগরের মুখার্জি বাড়ির বড় বউ আর ছোট বউ-এর অফস্ক্রিনেও এমন জমাটি ভাব-ভালোবাসা দেখে আপ্লুত ‘দেশের মাটি’র ভক্তরা।