
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ডেঙ্গি আক্রান্ত কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রামে নিজেই অসুস্থতার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। এখনও তিনি শয্যাশায়ী। হাতে স্যালাইনের চ্যানেল। বিশেষ দিনে বাইরে বেরিয়ে উদযাপনের উপায় নেই। অগত্যা নস্টালজিয়াই ভরসা। পুরনো ছবির পাশেই রোগশয্যার ছবি বসিয়ে পোস্ট করলেন। কয়েকটি পংক্তির মাধ্যমে নিজের মনের অনুভূতি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে ।
কঙ্গনা জানালেন, বিছানা থেকে উঠতে পারছেন না তিনি। কিন্তু তাতে কী! সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনেছেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে লিখেছেন, 'বলা হয়, অনেক সময়ে একজন ব্যক্তি পৃথিবী বদলে দিতে পারে। নরেন্দ্র মোদীজির ক্ষেত্রে কথাটি একদম সত্যি। আমি আমার জীবনে এমন জাতীয়তাবোধ, কর্তব্যপরায়ণতা, ভবিষ্যতের প্রতি আস্থা রাখার উদ্যম আগে কখনও দেখিনি।'
তিনি আরও লেখেন, 'ঘর থেকে বেরতে পারছি না। তবে জাতীয় উদযাপনের চেতনা আমাকে শক্তি জুগিয়েছে। বাড়ির কর্মী, নার্স, উদ্যানপালক— পরস্পরকে অভিনন্দন জানাচ্ছেন। আজ সেটা উপলব্ধি করছি।'
(আরও পড়ুন: সলমন রুশদির উপর হামলা, নিন্দা কঙ্গনা-জাভেদদের! 'লজ্জাজনক' বললেন স্বরা ভাস্কর)
কঙ্গনার দেশপ্রেম নিয়ে চর্চা নেহাত কম নয়। জ্বরে আক্রান্ত হয়েও 'এমার্জেন্সি'-র শ্যুট করেছেন তিনি। ছবিটির পরিচালনার দায়িত্বও তাঁর কাঁধে।
জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন কঙ্গনা। সোমবার তাঁর রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে। অভিনেত্রীর রক্তে নাকি শ্বেতকণিকার মাত্রা অনেকটাই কমে গিয়েছিল। অবশ্য আপাতত তিনি ভালো আছেন। কয়েক দিন বিশ্রাম নিলেই সেরে উঠবেন পুরোপুরি।
(আরও পড়ুন: ডেঙ্গুর কবলে কঙ্গনা,তবুও দিনরাত ‘এমার্জেন্সি’র সেট কামড়ে পড়ে আছেন অভিনেত্রী!)
কঙ্গনাকে শেষ দেখা গিয়েছিল 'ধকড়'-এ। প্রায় ১০০ কোটির বাজেটে তৈরি ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। মুক্তির কয়েক দিনের মধ্যেই প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হয় ছবিটি।
৳7,777 IPL 2025 Sports Bonus