শুরু হয়ে গিয়েছে ড্যান্স বাংলা ড্যান্স। গ্র্যান্ড অডিশন পর্ব পেরিয়ে এবার পালা গ্র্যান্ড প্রিমিয়ারের। আর সেখানেই নাচের জাদুতে তাক লাগাতে চলেছে দুই খুদের জুটি ঋজু রাজু। আর সেই ঝলক এদিন প্রকাশ্যে এল। সেখানেই দেখা গেল তাদের নাচ দেখে রীতিমত মুগ্ধ বিচারকরা। কিন্তু কী করলেন শুভশ্রী এবং কৌশানি?
আরও পড়ুন : তারা সুতারিয়ায় 'মুগ্ধ' বাদশা? ইন্ডিয়ান আইডলে মানসীর প্রশ্নে অপ্রস্তুত র্যাপার! কী বললেন শ্রেয়া - বিশাল?
আরও পড়ুন : জীবনের ‘অবসেশন’ -এর সঙ্গে আলাপ করালেন মিঠিঝোরার রাই! কার জন্য আরাত্রিকা লিখলেন, 'যাকে ছাড়া আমার জীবন …'?
কী ঘটেছে?
এদিন ড্যান্স বাংলা ড্যান্সের যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে জি বাংলার তরফে সেখানে দেখা যাচ্ছে গ্র্যান্ড প্রিমিয়ারে ঋজু এবং রাজুর জুটি সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অমানুষ ছবি থেকে মনটা করে উড়ু উড়ু গানটিতে নাচছে। দুজনের পরনেই স্কুলের পোশাক। কখনও আবার তাঁদের শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি লাগানো ব্যাগকে প্রপস হিসেবে ব্যবহার করতে দেখা গেল নাচের মাঝে।
আরও পড়ুন : বাংলাদেশের ভাইরাল গার্ল মনিকা কবীরের সঙ্গে আছে ভারতের নিবিড় যোগ! আদতে কে এই রুশ তরুণী?
তাঁদের ধামাকেদার পারফরমেন্স দেখে চেয়ারে বসেই নাচতে শুরু করে দেন এবারের অন্যতম বিচারক কৌশানি মুখোপাধ্যায়। দুই খুদের স্টেপ দেখে মুগ্ধতায় চমকে ওঠেন যিশু সেনগুপ্তও। শুভশ্রী গঙ্গোপাধ্যায় তো রীতিমত উঠে দাঁড়িয়ে পড়েন। বলেন, 'পুরো পয়সা উসুল!'
ড্যান্স বাংলা ড্যান্স প্রসঙ্গে
ড্যান্স বাংলা ড্যান্স ৮ মার্চ থেকে শুরু হয়েছে। এবারের সিজনে মিঠুন চক্রবর্তী আছেন মহাগুরু হিসেবে। সঙ্গে আছেন ৪ বিচারক। এঁরা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং যিশু সেনগুপ্ত। বলাই বাহুল্য এই রিয়েলিটি শোয়ের হাত ধরে ফের ছোট পর্দায় ফিরলেন যিশু, এবং তাও জি বাংলার রিয়েলিটি শোতে। ড্যান্স বাংলা ড্যান্স বর্তমানে প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।
আরও পড়ুন : সা রে গা মা পা জয়ী অতনুর সঙ্গে রয়েছে শঙ্কর মহাদেবনের বিশেষ যোগ! কী বলুন তো?
আরও পড়ুন : 'আমি চাই ক্রিমিনালটা দেখুক', প্রতারকের খপ্পরে ময়ূরী! কী খোয়ালেন সা রে গা মা পা -এর রানার আপ?