রবিবার ২৬ নভেম্বর দাদাগিরিতে খেলতে এসেছিল খুদেরা। সেখানেই ছোটদের কথা আর উত্তর শুনে কখনও হতবাক হয়ে গেলেন সৌরভ, কখনও আবার হেসে কূলকিনারা খুঁজে পেলেন না। কোনও খুদে বলল তার গৃহকর্মে নিপুণ এমন স্ত্রী চাই, কেউ আবার বলে তার সংসার থেকে মন উঠে গেছে, তাই সে সন্ন্যাসী হবে। কেউ আবার বলে মা রেগে গেলে খেতে দেয় না। সব শুনে কী বললেন দাদা সৌরভ?
দাদাগিরিতে ছোটদের দাদাগিরি
এদিন এক খুদে এসে জানায় সে বিয়ে করতে আগ্রহী। সেটা শুনে সৌরভ জানতে চান যে তার কেমন মেয়ে চাই। উত্তরে সে বলেন, 'ভালো ঘরের কাজ জানবে। ভালো রান্না করবে, হাত টিপে দেবে, পা টিপে দেবে।' এটা শুনেই দাদা বলে ওঠেন 'তুই বাড়ি যা। এমন মেয়ে আর আজকাল পাবি না। তুই যা।'
আরও পড়ুন: সৌরভের নাম ভাঙিয়ে ভিনরাজ্যে সুবিধা নিচ্ছেন বহু বাঙালি! দাদা বললেন, 'কতজন যে এভাবেই...'
আরও পড়ুন: 'আমারটা গেল না কখনও...' ডোনা রাগ করে বাপের বাড়ি যাননি বলে আক্ষেপ সৌরভের! দাদাগিরিতে ফাঁস মনের কথা