
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
দাদাগিরি ১০ -এ ১৭ নভেম্বরের পর্বে খেলতে এসেছিলেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের কলাকুশলীরা। এদিন দাদার সঙ্গে যেমন তাঁদের খুনসুটি করতে দেখা যায়, তেমনই নিজেদের চরিত্রে অভিনয় করেও দেখান তাঁরা। আর সব কিছুর মধ্যেই মনের একটা গোপন কথা মশকরা করে ফাঁস করে দেন সৌরভ।
এদিন দাদাগিরিতে খেলতে এসেছিলেন শিমুল এবং তাঁর বন্ধুরা। বাদ যাননি তাঁর শাশুড়ি এবং ননদ। নিজেদের নানা গল্প এদিন সৌরভের সঙ্গে ভাগ করে নেন মানালি এবং অন্যান্যরা। বাদ যায় না ধারাবাহিকের গল্পও। আজকের পর্বে একটা সময় শিমুলের শাশুড়ি ওরফে মধুবালা তাঁর চরিত্রের মতো করে কথ বলে গল্পের একটি অংশ তুলে ধরেন। তিনি দাদাকে জানান তাঁর বউমা একটা সময় তাঁর উপর রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিল। এটা শুনেই হাসতে হাসতে সৌরভ বলে ওঠেন, 'কই আমারটা গেল না তো কখনও।' অর্থাৎ ডোনা গঙ্গোপাধ্যায় কখনও তাঁর উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যাননি। এটা শুনে সকলেই হেসে ওঠেন। কারও বুঝতে বাকি থাকে না যে তিনি এটা নিছক মজা করেই বলেছেন।
আরও পড়ুন: 'কেমন আছ কলকাতা?' স্পষ্ট বাংলায় ভক্তদের সঙ্গে কথা ভিকির, ঘুরে দেখলেন ফোর্ট উইলিয়াম
এদিন সকলকে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের হয়ে খেলতে এলেও তাঁরা কেউই চরিত্রের মতো সেজে আসেননি। বরং পর্দায় শিমুলের শাশুড়িকে যেমন সাদা শাড়িতে দেখা যায় এদিন তিনি একটি লাল শাড়ি পরে একদম অন্যরকম লুকে খেলতে এসেছিলেন।
অনেকেই মন্তব্য করেছেন এখানে। এক ব্যক্তি লেখেন 'কেন দাদা বৌদি চলে গেলে ভালো হতো বুঝি?' কেউ আবার লেখেন ‘আজকেও বেঙ্গল টপার শিমুল-মধুবালার দ্বৈরথ, দারুণ লাগছে।’
প্রতি শুক্রবার এবং শনিবার রাত সাড়ে নয়টা থেকে সম্প্রচারিত হয় দাদাগিরি। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো জি বাংলার পর্দায় দেখা যায়।
৳7,777 IPL 2025 Sports Bonus