জ্যাকলিনের উদ্দেশ্যে লেখা চিঠিতে তাঁকে 'মাই বেবি ডল' সম্বোধনে সুকেশ দাবি করেছেন, ‘হাসপাতালটি পশুদের প্রতি তোমার ভালবাসা উপলব্ধি করাবে। এটি সমগ্র এশিয়ায় মধ্যে সেরা একটি হাসপাতাল হবে, যেমনটা তুমি কল্পনা করেছিলে। ১১ ই সেপ্টেম্বর, ২০২৪-এ হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে যেদিনটি তোমার জন্মদিন মাই বেবি।’
জ্যাকলিন-কনম্যান সুকেশ
২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় আপাতত তিহার জেলেই দিন কাটছে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের। তবে জ্যাকলিনকে যেন তিনি কোনওভাবেই ভুলতে পারছেন না। জেলে থেকেই ভালোবাসার মানুষকে একের পর এক চিঠি লিখে চলেছেন কনম্যান। এবার তিনি জ্যাকলিনকে লেখা চিঠিতে দাবি করেছেন, বেঙ্গালুরুতে তিনি পশুদের জন্য সুপার স্পেশালিটি পূর্ণাঙ্গ, বিশ্বমানের হাসপাতাল বানাচ্ছেন। হাসপাতালটির আয়তন ২৫,০০০ বর্গফুট এবং যেটি তৈরির বাজেট ২৫ কোটি টাকা। জ্যাকলিনের প্রতি ভালোবাসা থেকেই এই হাসপাতাল বানাচ্ছেন বলে দাবি করেছেন সুকেশ।
জ্যাকলিনের উদ্দেশ্যে লেখা চিঠিতে তাঁকে 'মাই বেবি ডল' সম্বোধনে সুকেশ দাবি করেছেন, ‘এই হাসপাতালটি পশুদের প্রতি তোমার ভালবাসা উপলব্ধি করাবে। এটি সমগ্র এশিয়ায় মধ্যে সেরা একটি হাসপাতাল হবে, যেমনটা তুমি কল্পনা করেছিলে। আমার দল সবকিছু দেখছে।১১ ই সেপ্টেম্বর, ২০২৪-এ হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে যেদিনটি তোমার জন্মদিন মাই বেবি।’
সুকেশ দাবি করেছেন, দক্ষিণ ভারতের সবথেকে শীর্ষ পরিকাঠামো দেওয়া হবে এই হাসপাতালকে। সংযুক্ত আরব আমিরশাহিতেও আরও একটি হাসপাতাল তৈরি করা হবে। যাতে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করতে দেরি না হয়, সেজন্য অগ্রিম টাকাও দেওয়া হয়ে গিয়েছে, সমস্ত সরঞ্জাম জার্মানি থেকে আমদানি করা হবে। হাসপাতালের থিম হবে সাদা ও গোলাপী। আমাদের দেশের সেরা পশু চিকিৎসকরা সেই হাসপাতালে থাকবেন। সমস্ত চিকিৎসা ও সার্জারি বিনামূল্যে দেওয়া হবে, ঠিক যেমন তুমি চেয়েছিলে আমার রানি। আমি আশা রাখি এটা আপনার মুখে হাসি ফোটাবে। তোমার হাসি ও ভালবাসা এই পর্যায়ে আমাকে শক্তি দেয়। বেবি, ইউএসএ-তে ভারতীয় প্যারেডে তোমাকে অত্যাশ্চর্য লাগছিল আর তাতে আমি আবারও তোমার প্রেমে পড়েছি'।