বাংলা নিউজ > বায়োস্কোপ > Congress Leader on Deepika: কফি উইথ করণের বিষয় নিয়ে দীপিকার পাশে কংগ্রেস নেত্রী, 'সুপার অ্যাচিভার'-এর তকমা অভিনেত্রীকে
পরবর্তী খবর
Congress Leader on Deepika: কফি উইথ করণের বিষয় নিয়ে দীপিকার পাশে কংগ্রেস নেত্রী, 'সুপার অ্যাচিভার'-এর তকমা অভিনেত্রীকে
1 মিনিটে পড়ুন Updated: 31 Oct 2023, 07:58 PM ISTSubhasmita Kanji
Congress Leader on Deepika: কফি উইথ করণ সিজন ৮ এর প্রথম পর্বে এসে দীপিকা জানান তিনি রণবীরের প্রতি কমিটেড হওয়ার আগে একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করেছেন।
কফি উইথ করণের বিষয় নিয়ে দীপিকার পাশে কংগ্রেস নেত্রী
কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ পাশে দাঁড়ালেন দীপিকার। কফি উইথ করণে এসে তাঁর এবং রণবীরের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেছেন দীপিকা, একই সঙ্গে তিনি জানান রণবীরের প্রতি কমিটেড হওয়ার আগে একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করেছেন। সেইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যাঁরা দীপিকাকে তুলোধনা করেছেন তাঁদের এবার একহাত নিলেন কংগ্রেস নেত্রী।
সেদিন দীপিকা পাড়ুকোন ঠিক কী বলেছিলেন?
কফি উইথ করণ সিজন ৮ এর প্রথম পর্বে এসে ওপেন রিলেশনশিপ নিয়ে কথা বলেন দীপিকা। অভিনেত্রীর কথা অনুযায়ী তিনি তখন সদ্যই টক্সিক সম্পর্ক থেকে বেড়িয়েছেন। কিছুদিন একা থাকতে চেয়েছিলেন তাই কোনও কমিটমেন্টে যাননি। তাই রণবীরের সঙ্গে আলাপ থাকা সত্বেও তিনি অন্য পুরুষদের সঙ্গে দেখা করতেন। কিন্তু মনে মনে জানতেন তিনি রণবীরের সঙ্গেই ভালো থাকেন। তাঁকেই চান।
দীপিকার কথায়, 'আমার অনেকগুলো টক্সিক, ভুল সম্পর্কের পর কিছুদিন একা থাকতে চেয়েছিলাম। আমি কারও সঙ্গে অ্যাটাচড হতে চাইনি তখন। কমিটেড হতে চাইনি। আবার জীবনের পুরো মজা উপভোগ করতে চেয়েছিলাম কারণ সেটারই বয়স ছিল। তারপরই ওর সঙ্গে আলাপ হয়। কিন্তু আমরা কমিটেড ছিলাম না। মানে যতদিন না ও প্রপোজ করেছে ততদিন কমিটেড ছিলাম না। আমরা তখন অন্য অনেকের সঙ্গে দেখা করতাম। করেছি। কিন্তু আবার একে অন্যের কাছে ফিরে আসতাম। অন্য কারও দেখা করে, কথা বলে সেই মানসিক শান্তি পেতাম না যা ওর থেকে পেতাম। তাই আমি মানসিক ভাবে ওর প্রতিই কমিটেড ছিলাম সে যতই অন্য কারও সঙ্গে দেখা করি বা কথা বলি না কেন।'
অভিনেত্রী এই কথা বলার পর থেকেই সেটা ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই তাঁকে তুলোধনা করছেন। ছড়িয়ে পড়েছে নানা মিম। এবার সেই বিষয়ে কথা বললেন কংগ্রেস নেত্রী।
কী বলছেন কংগ্রেস নেত্রী?
এদিন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ টুইট করে লেখেন, 'আমরা দিন দিন কী হয়ে যাচ্ছি? একটা যুগল একটি টক শোতে বসে নিজেদের সম্পর্ক নিয়ে আলোচনা করছে, অতীতের বিষয়ে কথা বলেছে। একজন যুবতী মহিলা যে কিনা এই বয়সেই অনেক কিছু অর্জন করে ফেলেছে সে যখন তার মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছে তখন সে আরও অনেককে সেই বিষয়ে সাহায্য করছে, পথ দেখাচ্ছে। আর তার সঙ্গী যে নিজেও যথেষ্ট কিছু অর্জন করেছে জীবনে সে তার পাশে দাঁড়িয়েছে। তার হাত ধরেছে। তাদের সাহসকে কুর্নিশ জানানোর বদলে আমরা ওদের তুলোধনা করছি। ছিঃ ছিঃ করছি। সেই মেয়েটিকে আমরা নির্মম ভাবে ট্রোল করে চলেছি। তাকে নিয়ে নিম্নমানের মিম বানাচ্ছি।'