, ‘আমার বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিচিতি রয়েছে। ওকে নিমন্ত্রণ পাঠানো হয়েছে। তবে ওঁর শরীর বিশেষ ভালো নেই। তাই উনি বিয়ের দিন আসতে পারছেন না। তবে উনি নিজের হাতে লেখা চিঠি পাঠিয়েছেন। … চিঠির সঙ্গে বেশকিছু উপহারও রয়েছে। এই চিঠি যে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা বলে বোঝাতে পারব না। আমি আপ্লুত।'
বিয়ে করছেন অভিনেত্রী সায়নী দত্ত। আগামী ১৫ ডিসেম্বর ফোর্ট উইলিয়ম গুরুদোয়ারায় পাঞ্জাবি রীতি মেনে বিয়ে করবেন সায়নী। পাত্র যে পাঞ্জাবি, নাম গুরবিন্দরজিৎ সমরা। বিয়ের ঠিক পরদিনই ১৬ ডিসেম্বর শহরের পাঁচতারা হোটেলে রয়েছে প্রীতিভোজের আয়োজন। সায়নী দত্তের বিয়ে আমন্ত্রিত খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও সায়নীর বিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারছেন না বলেই জানিয়েছেন। তবে উপহার পাঠাতে ভুললেন না তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সায়নী দত্তকে নিজের হাতে চিঠি লিখে পাঠিয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। চিঠির সঙ্গে রয়েছে বেশকিছু উপহার।
আনন্দবাজারকে সায়নী দত্ত জানান, ‘আমার বাবার সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিচিতি রয়েছে। ওকে নিমন্ত্রণ পাঠানো হয়েছে। তবে ওঁর শরীর বিশেষ ভালো নেই। তাই উনি বিয়ের দিন আসতে পারছেন না। তবে উনি নিজের হাতে লেখা চিঠি পাঠিয়েছেন। আর এটাই আমার কাছে সবথেকে বড় উপহার। চিঠির সঙ্গে বেশকিছু উপহারও রয়েছে। তবে সকলেই তো সোনা গয়না, শাড়ি উপহার দেন। তাইএই চিঠি যে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ এটা বলে বোঝাতে পারব না। আমি আপ্লুত।'