বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘তারকার সঙ্গে দেখা করার নিনজা টেকনিক’, টাইগারকে সামনে দেখে অজ্ঞান এক মহিলা ভক্ত
বলিউডের অ্য়াকশন হিরো টাইগার শ্রফ। শীঘ্রই ‘হিরোপান্তি ২’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে। টাইগারের যে ভক্ত সংখ্যা অজস্র তা বলাই যায়। অভিনতাকে সামনে থেকে দেখেত পেয়ে তাঁর এক মহিলা ভক্ত অজ্ঞান হয়ে গিয়েছেন। সম্প্রতি নেটমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে টাইগারের।
পাপারাৎজির শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, ছবির প্রোমোশনে গিয়েছিলেন টাইগার। অভিনেতাকে সামনে থেকে দেখার আনন্দে মাথা ঘুরে গিয়েছিল তাঁর সেই ভক্তের। এরপরই তাঁকে স্টেজে নিজের কাছে ডেকে নেন টাইগার শ্রফ। ভক্তকে আলিঙ্গন করেন অভিনেতা। সামনে থেকে প্রিয় অভিনেতাকে দেখার খুশিতে চোখের জল ধরে রাখতে পারেননি ওই ভক্ত। যদিও ভিডিয়োর কমেন্টে এক নেটিজেনের মন্তব্য, ‘সেলিব্রিটিদের সঙ্গে দেখা করার নিনজা টেকনিক’। আরও পড়ুন: টাইগারের সঙ্গে ‘হিরোপান্তি ২’-এর প্রচার, থাই স্লিট কাট গাউনে কপিলের শো-এ তারা