বাংলা নিউজ > বায়োস্কোপ > Bonny Sengupta: বাংলা ছেড়ে এবার ওড়িয়া ছবিতে ‘লাক ট্রাই’ করছেন! কোন সিনেমায় রয়েছেন বনি? নায়িকা কে?
বাংলা ছেড়ে এবার ওড়িয়া ছবিতে লাক ট্রাই করতে চলেছেন বনি সেনগুপ্ত। হ্যাঁ, ঠিকই শুনছেন বাংলার বনি এবার ওড়িশার নায়ক। সৌজন্যে ওড়িয়া ছবি 'আজিরা রেবতী'। সেই ছবিতে ওড়িয়া অভিনেত্রী শীতল পাত্রের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি।
কেমন এই ছবির গল্প?
শ্রীক্ষেত্র পুরীর বিখ্যাত গীতিকার বদ্রি মিশ্রর একটি ছোটগল্পের উপর ভিত্তি করে তৈরি ছবির চিত্রনাট্য। 'আজির রেবতী' ছবির পরিচালক শুভ্রাংশু দাস। এবিষয়ে বনি জানিয়েছেন, এটিই তাঁর প্রথম ওড়িয়া ছবি। তাঁকে যখন পরিচালক এই ছবির কথা বলেছিলেন, তখন চিত্রনাট্য শুনে তাঁর মনে হয়েছিল, এই ছবির গল্প এবং তাঁর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। গল্পটি তাঁর মন ছুঁয়ে গিয়েছিল, আর তাই তিনি সিদ্ধান্ত নেন যে এই ছবিটি তাঁকে করতেই হবে। আর সেকারণেই এই ছবিটি করার তিনি সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন বনি।