প্রবীণ অভিনেত্রী জিনাত আমানের পর এবার ইনস্টাগ্রামে পা রেখেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। ৭ জুলাই, প্রয়াত অভিনেতা তথা স্বামী দিলীপ কুমারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিন ইনস্টাগ্রামে প্রোফাইল খুলেছেন অভিনেত্রী সায়রা বানু। নিজের প্রথম পোস্টে প্রয়াত কিংবদন্তি অভিনেতাকে স্মরণ করে দিলীপ কুমারকে ‘কোহিনূর’ বলে উল্লেখ করেছেন তিনি।
সামাজিক মাধ্যমের ট্রেন্ডে গা ভাসিয়ে নিজের পুরনো সাদা-কালো একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়রা বানু। ছবিতে সালোয়ার পরে অভিনেত্রী, মাথায় ওড়না টানা। গালে হাত রেখে দাঁড়িয়ে পুরনো এই ছবি পোস্ট করে বর্ষীয়ান অভিনেত্রী লেখেন, ২২ ইঞ্চি কোমরকে এখন মিস করছেন তিনি। ক্যাপশন অভিনেত্রী লিখেছেন, ‘২২ ইঞ্চি কোমরবন্ধে দিনগুলি চলে গিয়েছে … ওহ! সময় যদি এখনও দাঁড়িয়ে থাকত’!
নিজের সেই সৌন্দর্যকেই মিস করছেন বছর ৭৮-এর অভিনেত্রী। ১৯৬০ থেকে সত্তরের দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন সায়রা বানু। সেই সময়কার অন্য়তম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। পোস্টে নিজের যৌবনকালের সৌন্দর্য হারানোর হতাশা প্রকাশ করেছেন সায়রা বানু। আরও পড়ুন: বাগদানের পরেও সম্পর্ক ভেঙে যায় এই ৬ প্রাক্তন বলিউড জুটির