করোনা জেরে বলিউডের বক্স অফিস শূন্য হলে কী হবে বলি-সুন্দরীরা কিন্তু নিজেদের নামী-দামী উপহারে ভরিয়ে দিচ্ছেন। এবার জানা গেল দিশা পাটানি এবং রানি মুখোপাধ্যায় খারে নতুন অ্যাপার্টমেন্ট কিনে ফেললেন। খারে একটি হাই-এন্ড রিয়েল এস্টেট প্রোজেক্টে দুই সেলেব খরিদ্দার দুই অভিনেত্রী।
সলমন খানের ‘রাধে’ কো-স্টার দিশা রুস্তমজি প্যারামাউন্টের ১৬ তলায় ১,১১৮.৯ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন যাঁর মূল্য প্রায় ৬ কোটি টাকা। এই আবাসনে একটি ফ্ল্যাট কিনেছেন আদিত্য চোপড়া ঘরনি রানি মুখোপাধ্যায়ও। প্রায় ১,৪৮৫ স্কোয়ার ফিটের সেই ফ্ল্যাটেরদাম ৭.১২ কোটি টাকা। রানির ফ্ল্যাটটি ২২তলায় অবস্থিত।
দুই নায়িকার ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ডকুমেন্ট বলছে নিজেদের ফ্ল্যাটের জন্য ১৭.৮৫ লক্ষ এবং ২১.৩৭ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি দিয়েছেন দিশা ও রানি।

রুস্তমজি প্যারামাউন্টের এই প্রোজেক্ট আবাসনের ভিতরেই বিলাশবহুল জীবনযাত্রার সব রসদ মজুত থাকছে। মিনি থিয়েটার, স্পা, স্যালোঁ, ব্যাঙ্কোয়েট হল, স্কাই লজ, বিজনেস সেন্টার, জিমখানা সবই থাকছে আবাসনের অন্দরেই। এই আবাসনেই টাইগার-দিশার প্রতিবেশি হচ্ছে হার্দিক পাণ্ডিয়া-ক্রুণাল পাণ্ডিয়ারাও। আরব সাগর ঘেঁসা এই আবাসনে ৩৮৩৮ স্কোয়ার ফিটের 4+4 BHK ফ্ল্যাট কিনেছেন টিম ইন্ডিয়ার দুই তারকা ব্রাদার্স।
গত বছর অগস্টে মহারাষ্ট্র সরকারের তরফে স্ট্যাম্প ডিউটি ২% কমিয়ে দেওয়ার পর থেকেই বলি তারকাদের নতুন নীড় কেনার হিড়িক বেড়ে গেছে। অন্ধেরিতে নতুন একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অমিতাভ বচ্চন, সেই আবাসনেই (Atlantis) সুসজ্জিত দুটি ফ্ল্যাট কিনেছেন সানি লিওন এবং পরিচালক-প্রযোজক আনন্দ এল রাই।