
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হিন্দি টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ ভারতী সিং। একাধিক রিয়ালিটি শো-তে দেখা মেলে ‘লাফটার কুইন’-এর। জীবনটা নিজের শর্তেই বাঁচেন ভারতী। ‘মোটা তাতে কী?’ এই ভেবেই কাটিয়েছেন লম্বা একটা সময়। গত বছরই প্রায় ১৬ কেজি ওজন কমিয়ে ছিলেন ভারতী। এখন তিনি আগের চেয়ে খানিকটা হলেও কম স্থূলকায়, তবুও বডি শেমিং পিছু ছাড়েনি ভারতীর।
সম্প্রতি মালাইকার শো ‘মুভিং ইন উইথ মালমাইকা’য় বডি শেমিং নিয়ে মুখলেন ভারতী। মানুষের মুখে হাসি ফোটাতে রীতিমতো পরিশ্রম করতে হয় কমেডিয়ানদের। অথচ জীবনে বহুবার হাসির খোরাক হয়েছেন ভারতী, নিজের বাড়তি ওজনের জন্য। এমনকী ব্যক্তিগত আক্রমণও করা হয়েছে ভারতীকে।
ছোট থেকেই মোটা ছিলেন ভারতী। ‘মুভিং ইন উইথ মালমাইকা’য় কমেডিয়ান জানান, ব্যাঙ্গ-বিদ্রুপের শিকার হওয়ার জেরেই তাঁর মধ্যে এত হাস্যরস রয়েছে। তিনি কমেডিকে পেশা হিসাবে বেছেই নিয়েছেন ট্রোল হতে হতে। ভারতীর কথায়, ‘আমি প্রচুর ট্রোল হয়েছি। শুধু বাইরের লোকজন নয়, আমার ঘরের লোকও বলত আর কত খাবি? জীবনে কিছু করতে পারবি না এমন ওজন নিয়ে। তোর বিয়েই হবে না তো'।
একটি কমেডি শো-এর সেটে আলাপ ভারতী এবং তাঁর স্বামী হর্ষ লিম্বোচিয়ার। ওই কমেডি শো-এ ভারতীয় চিত্রনাট্য লিখতেন হর্ষ। সেই থেকেই দুজনের বন্ধুত্ব আর সেই বন্ধুত্বতা গড়ায় প্রেমে। ২০১৭ সালে গোয়ায় বিয়ের পর্ব সেরেছিলেন এই জুটি। এরপর কম কটাক্ষের মুখে পড়তে হয়নি কমেডিয়ানকে। ভারতী বলেন, ‘আমার বিয়ের পর প্রচুর ট্রোলিংয়ের মুখোমুখি হয়েছি। আমাদের রোকা (এনগেজমেন্ট) সেরেমানির ছবি পোস্ট করেছিলাম। সেখানে আমাকে কেউ ‘বিন ব্যাগ’ বলেছিল। কেউ লিখেছিল, হাতির সঙ্গে পিঁপড়ের বিয়ে। আবার কেউ বলেছিল আমি বাচ্চা ছেলেকে বিয়ে করছি, আর কত্ত কী!'
বিয়ের পর বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই জুটিকে জানান ভারতী। বলেন, অনেকেই হর্ষের দিকে আঙুল তুলে বলেছিল, ভারতীর জনপ্রিয়তা আর টাকা দেখে তাঁকে বিয়ে করেছে হর্ষ, যা মনে ভেঙেছিল দুজনের। বডি শেমিং নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মালাইকার সামনে কেঁদেও ফেলেন ভারতী। যদিও তাঁকে সান্ত্বনা দিয়ে মাল্লা জানান, ‘ট্রোলারদের পাত্তা না দেওয়াই শ্রেয়’।
চলতি বছর এপ্রিলে পুত্র সন্তানের মা হয়েছেন ভারতী। ছেলেকে আদর করে ‘গোলা’ বলে ডাকেন কমেডিয়ান, যদিও তাঁর আসল নাম লক্ষ্য। স্বামী, সন্তান নিয়ে এখন ভরা সংসার ভারতীর।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports