‘জওয়ান’ ট্রেলার কবে আসবে? বহুদিন ধরেই এমন প্রশ্নে বারবার শাহরুখকেই জেরবার করে দিয়েছেন অনুরাগীরা। অবশেষে প্রতীক্ষার অবসান। ৩১ অগস্ট সামনে এসেছে 'জওয়ান'-এর ট্রেলার। আর সেই ট্রেলারে শাহরুখের ডায়ালগ শুনে তাজ্জব নেটপাড়া। এ কী বলছেন শাহরুখ! 'জওয়ান'-শাহরুখকে বলতে শোনা যাচ্ছে ‘বেটে কো হাত লাগানে সে প্যাহেলে বাপ সে বাত কর’ অর্থাৎ ‘ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল।’
হ্য়াঁ, এমনই ডায়ালগ রয়েছে ছবির ট্রেলারে। যে অংশটি আলাদা করে কেটে ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল করে দিয়েছেন শাহরুখ অনুরাগীরা। বহু নেটিজেনের দাবি, শাহরুখ এই ডায়ালগের মাধ্যমে আসলে ব্যক্তিগতভাবে সকলকে বার্তা দিয়েছেন। আর এই বার্তা 'বাদশা' পুত্র আরিয়ানের গ্রেফতারি প্রসঙ্গে।
২০২১ সালে মাদক মামলায় নাম জড়িয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানের। প্রমোদ তরীতে আয়োজিত পার্টিকে মাদক পাচারের অভিযোগে হানা দিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই পার্টিতে যাওয়ার সময়ই শাহরুখ পুত্র আরিয়ানকে গ্রেফতার করা হয়। যদি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন আরিয়ান, বেশকিছুদিন হাজতবাসও করতে হয় তাঁকে। বহু টানাপোড়েনের পর কোনও প্রমাণ না পেয়ে ছেড়ে দেওয়া হয় আরিয়ানকে। সেসময় এই বিষয়ে সাংবাদিকদের হাজারো প্রশ্নের কোনও জবাব দেননি শাহরুখ-গৌরী। এক্কেবারে চুপ ছিলেন কিং খান। নেটপাড়ার একাংশের দাবি, শাহরুখ আসলে 'জওয়ান'-এর ডায়ালগের মাধ্যমে চক্রান্তকারীদেরই জবাব দিয়েছেন। আবার ছবির ট্রেলারে শাহরুখকে বেল্ট দিয়ে মারতে দেখেও কেউ কেউ লিখেছেন, ‘বয়কট গ্যাংকে শাহরুখের বেল্ট ট্রিটমেন্ট।’
আরও পড়ুন-বর্ষপূর্তিতে বেঙ্গল টপার ‘জগদ্ধাত্রী’, তাঁদের রসায়ন নিয়ে কী বললেন জ্যাস ও স্বয়ম্ভূ
আরও পড়ুন-শরীর বদলে শ্রী এখন নারী, মাও হয়েছেন, সেই রপান্তরকামী বোনের থেকে রাখি পরলেন রামকমল
আরও পড়ুন-'বয়স নারীত্বের সংজ্ঞা নয়', নিজের বয়স জানিয়ে ঋতুপর্ণাকে বিঁধলেন শ্রীলেখা?