গতবারই রোজার সময় ‘ফারিশতা’ নামে একটি রেস্তোরাঁ শুরু করেছিলেন মাহিয়া মাহি। শুরু করেছিলেন ইফতারি ব্যবসা। এবছর রোজার আগে সেই রেস্তোরাঁর মাধ্যমেই ইফতার বিক্রি করতে দেখা গেল মাহিকে। নিজের রেস্তোরাঁ থেকে ফেসবুক লাইভেও আসেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী রাকিব সরকার।
মাহিয়া মাহি, অভিনেত্রী
অন্তঃসত্ত্বা অবস্থাতেই গিয়েছিলেন সৌদি আরবে, সেখান থেকে উমরাহ করে ফিরতেই ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছিল মাহিকে। ৯ মাসের অন্তঃসত্ত্বা মাহিকে গ্রেফতার করায় সোচ্চার হয়েছিলেন জয়া আহসান, পরীমনি থেকে বাংদেশের শিল্পী মহলের অনেকেই। তারপর অবশ্য জামিনে তাঁকে ছেড়েও দেওয়া হয়। এবার রমজানের আগে ইফতার বিক্রি করতে দেখা গেল অভিনেত্রীকে। সঙ্গী তাঁর স্বামী।
গতবারই রোজার সময় ‘ফারিশতা’ নামে একটি রেস্তোরাঁ শুরু করেছিলেন মাহিয়া মাহি। শুরু করেছিলেন ইফতারি ব্যবসা। এবছর রোজার আগে সেই রেস্তোরাঁর মাধ্যমেই ইফতার বিক্রি করতে দেখা গেল মাহিকে। নিজের রেস্তোরাঁ থেকে ফেসবুক লাইভেও আসেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী রাকিব সরকার। লাইভেও বিভিন্ন পদ ও ইফতার বানানো দেখান মাহি। রেস্তোরাঁর বিভিন্ন প্রান্ত ঘুরে দেখান মাহি। পরে স্বামীর উদ্দেশ্যে বলেন, 'এবার তুমি কিছু বলো…।' রাকিব সরকার বলেন, ‘গতবছরের মতো এবারও আমরা ইফতার সামগ্রী নিয়ে এসেছি। ফারিশতায় আছে সুস্বাদু ও ভালো মানের খাবার।’
মাহিয়া মাহি জানান, তিনটি ফ্লোর নিয়ে তৈরি তাঁর রেস্তোরাঁ ফারিশতা প্রায় ৬ হাজার বর্গফুটের। সেখানে আছে দেশি, বিদেশি নানান খাবর, আবার উপরে রয়েছে আড্ডা দেওয়ার জায়গা। ফারিশতায় এসে ক্রেতারা খুশি, তাই তিনিও খুশি।