সালটা ছিল ২০০২। সেবছরই প্রিয়াঙ্কা ত্রিবেদীর সঙ্গে জুটিতে 'সাথী' ছবির হাত ধরে টলিউডে পা রাখেন জিৎ। ছবি ছিল ব্লকবাস্টার। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ছবি ছিল ব্লকবাস্টার। যদিও ব্যক্তিগত জীনে বাঙালি নন অভিনেতা। তবে বাংলায় থেকেই মনে প্রাণে একপ্রকার বাঙালিই হয়ে উঠেছেন জিৎ। বাংলা ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন ২২ বছরের বেশি সময়।
সম্প্রতি, হিন্দি ওয়েব সিরিজ 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এর হাত ধরে বলিউডে ডেবিউ করে ফেলেছেন তিনি। কেরিয়ারে লম্বা সময় পেরোনোর পর এখন গিয়ে হিন্দিতে কাজ করছেন। হিন্দি ডেবিউর নিয়ে অতি সম্প্রতি তিনি একটি সাক্ষাৎকারে Hindustan Times-কে জানিয়েছেন, ' এতগুলো বছরে হিন্দি ইন্ডাস্ট্রির কেউ আমার কথা ভাবেনি। কিন্তু আমি বরাবরই এখানে কাজ করতে চেয়েছি কারণ আমি একজন হিন্দিভাষী ছেলে। অনেক সময়ই দেখা যায় আঞ্চলিক ইন্ডাস্ট্রিতে ১০-১৫ বছর কাজ করার পরও বলিউডে এসে অনেকে ভালো করে হিন্দি বলতে পারেন না। কিন্তু এটা আমার ইউএসপি যে অন্য আঞ্চলিক অভিনেতারা অনেক সময় যেটা পারেন না সেটা আমি পারি। আমার জন্য বাংলায় কাজ করাটা বরং অনেক বেশি চ্যালেঞ্জের, কারণ আমি হিন্দিতে ভাবি।'